Mohun Bagan : জিতলেই কি সেমিফাইনাল? আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান

Super Cup : প্রথম ম্যাচে গোকুলম কেরালার বিরুদ্ধে মোহনবাগান ৫-১ জেতায় তাদের গোল পার্থক্য় +৪। জামশেদপুরও প্রথম ম্য়াচে পাঁচ গোল দিয়েছে গোয়াকে। কিন্তু তিনটি গোল খেয়েওছে। ফলে তাদের গোল পার্থক্য +২। মোহনবাগান এই ম্য়াচে জিতলে গোল পার্থক্যও বাড়বে।

Mohun Bagan : জিতলেই কি সেমিফাইনাল? আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 14, 2023 | 7:00 AM

কলকাতা : অনেক ওঠা নামা ছিল মরসুম জুড়ে। শেষ ল্যাপে বাজিমাত করেছিল মোহনবাগান। এ বারের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন তারা। এ বার লক্ষ্য সুপার কাপ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-১’র বড় ব্যবধানে গোকুলম কেরালা এফসিকে হারিয়েছে সবুজ মেরুন। সামনে এ বার জামশেদপুর এফসি। তারাও প্রথম ম্য়াচ জিতেছে। ফলে আজ মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচটিকে ‘কোয়ার্টার ফাইনাল’ বলাই যায়। দু-দলেরই তিন পয়েন্ট করে রয়েছে। এই ম্য়াচে যে দল জিতবে সেমি ফাইনালের পথে এক পা ফেলে রাখবে। ড্র হলেও গ্রুপের শেষ ম্যাচের উপরই নির্ভর করবে সরকারি ভাবে কারা সেমি ফাইনালে যাচ্ছে। জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও অ্যাডভান্টেজ মোহনবাগান। কোন অঙ্কে তারা এগিয়ে? বিস্তারিত TV9Bangla-য়।

প্রথম ম্যাচে গোকুলম কেরালার বিরুদ্ধে মোহনবাগান ৫-১ জেতায় তাদের গোল পার্থক্য় +৪। জামশেদপুরও প্রথম ম্য়াচে পাঁচ গোল দিয়েছে গোয়াকে। কিন্তু তিনটি গোল খেয়েওছে। ফলে তাদের গোল পার্থক্য +২। মোহনবাগান এই ম্য়াচে জিতলে গোল পার্থক্যও বাড়বে। গ্রুপের শেষ ম্য়াচে গোয়ার কাছে মোহনবাগান হারলে এবং জামশেদরপুর শেষ ম্য়াচে গোকুলম কেরালাকে হারালেও গোল পার্থক্য়ে সেমিফাইনালে যেতেই পারে। সবুজ মেরুন শিবির অবশ্য এত জটিল অঙ্কে যেতে নারাজ। বিশেষ করে গত ম্য়াচে ৫-১ ব্য়বধানে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া মোহনবাগান। গোকুলমের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন লিস্টন কোলাসো। বাকি তিন গোল হুগো বোমাস, মনবীর সিং এবং কিয়ান নাসিরির। আক্রমণ ভাগ ছন্দে রয়েছে। তেমনই মোহনবাগান রক্ষণ শুধু গত ম্যাচেই নয়, পুরো মরসুমেই ভালো খেলেছে।

গত ম্য়াচে জোড়া গোলের নায়ক লিস্টন কোলাসো বলছেন, ‘কেরলের বিরুদ্ধে ম্যাচের আগে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, স্কোরশিটে নাম তুলবোই। দীর্ঘ সময় গোল পাচ্ছিলাম না। আইএসএলে অনেক ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। কিছু ক্ষেত্রে ভাগ্যও সঙ্গ দেয়নি। কেরলের বিরুদ্ধে জোড়া গোল করে খুবই ভালো লাগছে। এখন লক্ষ্য জামশেদপুর এফসির বিরুদ্ধেও পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়।’