
কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ শেষের দিকে। এরপর রয়েছে সুপার কাপ। গত মরসুমে এই টুর্নামেন্ট জিতেছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছরের ব্যবধানে ইস্টবেঙ্গল কোনও সর্বভারতীয় ট্রফি জিতেছিল। নতুন মরসুম এই টুর্নামেন্ট কবে শুরু হবে, তা আগেই জানিয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। পূর্ণ সূচিও জানিয়ে দেওয়া হল। ভুবনেশ্বরে ২০ এপ্রিল শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। টুর্নামেন্টের ফাইনাল ৩ মে। বাংলার তিন প্রধানের ম্যাচ কবে? বাংলার দুই জায়ান্ট কবে মুখোমুখি হচ্ছে? বাংলা আর এক প্রধান মহমেডান স্পোর্টিং কবে নামছে? দেখে নিন ম্যাচের সূচি।
গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও সদ্য আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান প্রথম দিনই মাঠে নামছে। প্রতিযোগিতার প্রথম দিন ইস্টবেঙ্গল খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, অন্যদিকে মোহনবাগান খেলবে আই লিগের টিমের বিরুদ্ধে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২১ এপ্রিল – ভারতীয় দলের হেড কোচ মানোলো মার্কোয়েজের দল নামছে টুর্নামেন্টের দ্বিতীয় দিন-(এফসি গোয়া – আই লিগের দ্বিতীয় দল)। গত বারের কলিঙ্গ সুপার কাপ রানার্স ওড়িশা এফসি খেলতে নামছে দ্বিতীয় দিনে পঞ্জাব এফসিরবিরুদ্ধে। ২৩ এপ্রিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির প্রতিপক্ষ আই লিগ চ্যাম্পিয়ন দল। দ্বিতীয় খেলা মুম্বই সিটি বনাম চেন্নায়িন এফসির।
২৪ এপ্রিল বাংলার আর এক প্রধান মহমেডান স্পোর্টিং নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। তাদের প্রতিপক্ষ ডুরান্ড জয়ী নর্থইস্ট ইউনাইটেড। খালিদ জামিলের জামশেদপুর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ এফসির।
কলিঙ্গ সুপার কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ২৬ এপ্রিল। ওই দিন কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে কলকাতা ডার্বি হতে পারে। ২৬ এপ্রিল এক দিনেই দুটো কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রথম কোয়ার্টার ফাইনাল— ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আই লিগের তৃতীয় দলের ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে। যদিও মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচে বাই পেতে পারে। আই লিগ থেকে মাত্র দুটি দল ইন্টার কাশি ও চার্চিল ব্রাদার্স এই সুপার কাপ খেলার আগ্রহ দেখিয়েছে।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ- এফসি গোয়া বনাম আই লিগের দ্বিতীয় স্থানের দলের মধ্যে জয়ী দল মুখোমুখি হবে ওড়িশা এফসি বনাম রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।
২৭ এপ্রিল তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরু এফসি বনাম আই লিগের প্রথম স্থান অধিকারীর জয়ী দল মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি বনাম চেন্নায়িন এফসি ম্যাচের বিজয়ী দলের।
শেষ অর্থাৎ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ২৭ এপ্রিল। নর্থইস্ট ইউনাইটেড বনাম মহমেডান ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদের ম্যাচে বিজয়ী দলের সঙ্গে।
দুটি সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল। ফাইনাল ৩মে।
The bracket for the #KalingaSuperCup 2025 is set! ⚔️
16 teams, 1 trophy 🏆
📍 Bhubaneswar#IndianFootball ⚽️ pic.twitter.com/XQrvtkc92W— Indian Football Team (@IndianFootball) April 7, 2025