ATK Mohun Bagan : একটা খারাপ দিন মানেই বিদায়! সুপার কাপে সতর্ক মোহনবাগান
Super Cup: যুবভারতীতে পুরোদমে অনুশীলন করলেন পেত্রাতোস। অন্য় দিকে, গত কয়েক দিন রিহ্যাব করা আশিক কুরুনিয়ানও ফিট হয়ে উঠেছেন। খেলতে দেখা যাবে তিরিকে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় সবুজ মেরুনের ওপর এই টুর্নামেন্টে বাড়তি চাপ।

কলকাতা : ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। এ বার লক্ষ্য সুপার কাপ। টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে। আগামী কাল, সোমবার এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ। গ্রুপ পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি। চার দলের গ্রুপ। পরের পর্বে যাবে মাত্র একটি দল। একটা ভুল মানেই বিপদ। আইএসএল এবং সুপার কাপের মাঝে অনেকটা বিরতি ছিল। এক দিক থেকে প্লেয়ারদের বিশ্রামের ক্ষেত্রে ভালো দিক। আবার অন্য ভাবে, এতটা বিরতি ছন্দপতনও হতে পারে। মরসুম শেষে টুর্নামেন্ট। ফলে প্রত্যেকে সেরা দল নিয়ে নামতে পারছে কিনা, সেটাও ভাবনার বিষয়। এটিকে মোহনবাগান রয়েছে গ্রুপ সি-তে। কেরলের মাঞ্জেরি এবং কোঝিকোড়ে টুর্নামেন্টের সব ম্যাচ হবে। কেরলের প্রচণ্ড গরম প্রতিটি দলের কাছেই চিন্তার বিষয়। টুর্নামেন্ট শুরুর আগে কী বলছে এটিকে মোহনবাগান শিবির? ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ছিলেন এটিকে মোহনবাগানের সহকারি কোচ বাস্তব রায়। প্রকৃত অর্থেই যেন বাস্তবটা তুলে ধরলেন তিনি। বিস্তারিত TV9Bangla-য়।
এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচে যেন জোড়া প্রতিপক্ষ। প্রথমত কেরলে খেলা। প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি ঘরের মাঠের সমর্থন পাবে। ফলে গ্যালারির বিরুদ্ধেও যেন লড়তে হবে এটিকে মোহনবাগাানকে। দ্বিতীয় প্রতিপক্ষ নিঃসন্দেহে গরম। এটিকে মোহনবাগানের ম্যাচ বিকেল ৫টা থেকে। প্লেয়ারদের ক্ষেত্রে যা প্রবল সমস্য়ার হয়ে দাঁড়াতে পারে। গ্রুপ পর্বে তিনচি ম্যাচ থাকলেও চারটি গ্রুপের শীর্ষে থাকা দলই মাত্র সেমিফাইনালে জায়গা করে নেবে। সেই কারণেই পুরো টুর্নামেন্টকেই নকআউট হিসেবে দেখছে সবুজ মেরুন শিবির। একটা হার মানেই সেমিফাইনালে যাওয়ার রাস্তায় ধাক্কা। সাংবাদিক সম্মেলনে এটিকে মোহনবাগানের সহকারি কোচ বাস্তব রায় বলেন, ‘গ্রুপ পর্ব খুবই কঠিন। এএফসি কাপের স্লট রয়েছে। যদিও প্লেয়াররা আত্মবিশ্বাসী। আশাকরি আমরা ভালো খেলব। একটা খারাপ দিন মানেই টুর্নামেন্ট থেকে বিদায়।’
কেরল উড়ে যাওয়ার আগে এ দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন সারে এটিকে মোহনবাগান। বেশ কিছু স্বস্তির খবরও রয়েছে। সবুজ মেরুনের হয়ে আইএসএলে অনবদ্য় ছন্দে ছিলেন দিমিত্রি পেত্রাতোস। তাঁর ফিটনেস নিয়ে চিন্তা ছিল। যুবভারতীতে পুরোদমে অনুশীলন করলেন তিনি। অন্য় দিকে, গত কয়েক দিন রিহ্যাব করা আশিক কুরুনিয়ানও ফিট হয়ে উঠেছেন। খেলতে দেখা যাবে তিরিকে। আইএসএল চ্য়াম্পিয়ন হওয়ায় সবুজ মেরুনের ওপর এই টুর্নামেন্টে বাড়তি চাপ। বাস্তব রায়ের কথায়, ‘আইএসএলের সঙ্গে সুপার কাপ গুলিয়ে ফেললে চলবে না। সুপার কাপের ফরম্য়াট পুরোপুরি আলাদা। আইএসএল অতীত। সুপার কাপ নকআউট টুর্নামেন্ট। এএফসি স্লট রয়েছে। প্রথম ম্য়াচে আমাদের প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি। ওরা খুবই ভালো দল। প্রচুর উন্নতি করেছে। মূল বিষয়, ওরা ঘরের মাঠের সমর্থন পাবে। কেরালা সমর্থকদের সম্পর্কে সকলেরই জানা। প্রতিটা ম্য়াচই খুবই গুরুত্বপূর্ণ। সতর্ক হয়েই খেলতে হবে।’





