Surajit Sengupta: লড়াই চালাচ্ছেন সুরজিৎ সেনগুপ্ত, পাশে রাজ্য সরকার

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Jan 25, 2022 | 8:34 PM

সাতের দশকে শিল্পী ফুটবলার ছিলেন সুরজিত্‍। তিন প্রধানের হয়ে উইংয়ে ফুল ফোটাতেন তিনি। শুধু ক্লাব নয়, বাংলার হয়ে সন্তোষ ট্রফি, দেশের হয়ে নানা টুর্নামেন্টে একই রকম সফল সুরজিত্‍। তাঁরই দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছে ক্রীড়মহল।

Surajit Sengupta: লড়াই চালাচ্ছেন সুরজিৎ সেনগুপ্ত, পাশে রাজ্য সরকার
সুরজিত্‍ সেনগুপ্ত। ছবি: নিজস্ব

Follow Us

কলকাতা: লড়াই চালাচ্ছেন সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। কোভিড (Covid-19) পজিটিভ হয়ে রবিবার রাতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ভারতের প্রাক্তন ফুটবলার (Football)। শ্বাসকষ্ট নিয়েই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ডে প্রথমে রাখা হলেও এইচডিইউতে পরে স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে অবস্থার অবনতি হওয়ায় কোভিড আইটিইউ-তে সরানো হয় প্রাক্তন উইঙ্গারকে। অক্সিজেন মাত্রা ক্রমশ নামতে থাকায় অক্সিজেন সাপোর্টে রাখা হয় তাঁকে। মঙ্গলবারও পরিবারের তরফ থেকে আশানুরূপ কোনও খবর পাওয়া যায়নি। পরিবারের তরফ থেকে বলা হয়, ‘চিকিৎসকরা খুব একটা আশাবাদী নন। বাইপ্যাপে রাখা হয়েছে তাঁকে। বাইপ্যাপের মাধ্যমে ৭০ শতাংশ অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। কিন্তু হার্টের অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।’

প্রাক্তন ফুটবলার সংকটজনক। উদ্বিগ্ন ফুটবলমহলও। ২০১১ সালে তাঁর বুকে চারটে স্টেন্ট বসানো হয়। সুরজিৎ সেনগুপ্তর চিকিৎসার উদ্যোগে এগিয়ে এল রাজ্য সরকারও (West Bengal Govt)। মঙ্গলবার বিকেলে নব মহাকরণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) উদ্যোগে তাঁর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে জরুরি ভিত্তিতে একটি উচ্চ পর্যায়ের সভা হয়। ওই সভায় ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা। ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব জয়দীপ মুখোপাধ্যায়। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্ত, মহমেডান স্পোর্টিংয়ের সচিব দানিশ ইকবাল ও রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত বিশ্বাস ও পিয়ারলেসের হাসপাতালের সিইও সিঞ্চন ভট্টাচার্যও ছিলেন সভায়। সভায় ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব মেনে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন করবে। প্রতিদিন সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করবে এবং সেটি সরাসরি ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে।

যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয়, হাসপাতাল কর্তৃপক্ষ জানালেই রাজ্য সরকার তার ব্যবস্থা করবেন । রাজ্য সরকারের অনুরোধে কোভিড বিশেষজ্ঞ ডাক্তার যোগীরাজ রায় সুরজিৎ সেনগুপ্তকে দেখতে যাবেন। মাননীয় ক্রীড়ামন্ত্রী ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছেন।

সাতের দশকে শিল্পী ফুটবলার ছিলেন সুরজিত্‍। তিন প্রধানের হয়ে উইংয়ে ফুল ফোটাতেন তিনি। শুধু ক্লাব নয়, বাংলার হয়ে সন্তোষ ট্রফি, দেশের হয়ে নানা টুর্নামেন্টে একই রকম সফল সুরজিত্‍। তাঁরই দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছে ক্রীড়মহল।

 

আরও পড়ুন: Football: ক্যামেরুনের ম্যাচে মাঠে ঢুকতে গিয়ে মৃত ৮, আহত ৫০

Next Article