
দোহা: আর্জেন্টিনার প্রাক্তন কোচ। বার্সেলোনায় কোচিং করিয়েছেন। এখন তিনি মেক্সিকোর কোচ। টাটা মার্টিনো। কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিল মেক্সিকো। টাটা মার্টিনোর মেক্সিকোর কাছে শুরুটা খুব খারাপ হয়নি। পোল্যান্ডকে আটকে দিয়েছিল তাঁর দল। আর্জেন্টিনাকেও প্রথমার্ধে আটকে রাখতে পেরেছিল মেক্সিকো। দ্বিতীয়ার্ধে মেসির করা এবং করানো গোলে আর্জেন্টিনার (Argentina) কাছে ০-২ হার বেশ চিন্তায় ফেলেছে মেক্সিকোকে। আর্জেন্টিনা এবং বার্সেলোনায় মেসিকে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে টাটা মার্টিনোর। তারপরও মেসিকে আটকাতে তাঁর পরিকল্পনা সফল হয়নি। শীষ্য মেসি (Lionel Messi) যে মুহূর্তে ম্যাচের ভোল বদলে দিতে পারে তা তাঁর অজানা নয়। আগেই জানতেন আর্জেন্টিনাকে হালকা নিলে বিপাকে পরতে হবে। কিন্তু কড়া রক্ষণভাগ সামলেও মেসি ম্যাজিকের কাছে সুবিধা করে উঠতে পারলো না তাঁর ছেলেরা। মেক্সিকোর এই ব্যর্থতার পর, কী বলছেন খোদ কোচ মার্টিনোর পরিজনেরা? তুলে ধরল TV9 Bangla।
কাতার বিশ্বকাপে মেক্সিকোর শুরুটা নিঃসন্দেহে খারাপ হয়নি। তবে ২০২০ তে মেক্সিকোর নেশনস লিগ, গোল্ড কাপের বড় মাপের লিগে সাফল্য না আসায় মেক্সিকোর কোচ টাটা মার্টিনোর কোচিংকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তখন থেকেই। মেসিদের কাছে মেক্সিকোর হারের পর সোশ্যাল মিডিয়ায় মারাত্মক সমালোচনার মুখে পড়তে হচ্ছে টাটাকে। তাঁর পরিকল্পনা, কোচিং স্টাইল নিয়েও প্রশ্ন উঠছে। মেক্সিকান সংবাদমাধ্যম মার্টিনোর পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে। মেক্সিকোর হার, আর্জেন্টিনার পারফরম্যান্স, নানা বিষয়েই জানতে চাওয়া হয় তাঁদের কাছে। ওই সংবাদমাধ্যম তাঁদের সামনে প্রশ্ন রাখে যে, টাটা মার্টিনোর উপর কি অতি আক্রমণ করা হচ্ছে?
মেক্সিকো সমর্থকরা তাঁকে নিয়ে নানা প্রশ্ন তুললেও ঘনিষ্ঠদের পাশে পেলেন টাটা। সংবাদমাধ্যমে তাঁর পরিবার, পরিজনেরা জানান, টাটাকে নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে, সেটাই তারা বুঝে উঠতে পারছেন না। তাঁরা আরও বলছেন, “মেক্সিকো নিজেদের অনেক বড় দল ভাবে। নিজেদের দক্ষতা নিয়ে অতি আত্মবিশ্বাসী তারা। তবে তাঁরা বুঝতে পারছে না যে, টাটা দায়িত্ব নেওয়ার অনেক আগেই কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ছাপিয়ে গিয়েছে।” ১ ডিসেম্বর সৌদি আরবের মুখোমুখি হবে মেক্সিকো। আগের ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে মার্টিনোর ছেলেরা ঘুরে দাঁড়াতে পারে কীনা সেটাই এখন দেখার।