Manchester United: কথা কম, কাজ বেশি! বার্সেলোনার জন্য বিশেষ হোমওয়ার্ক ম্যান ইউ কোচের…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 22, 2023 | 3:40 PM

Manchester United vs Barcelona: বার্সেলোনার দলটি তারুণ্যে ভরা। তাদের গতির সঙ্গে পেরে ওঠা সহজ নয়। সে কারণেই বিশেষ হোমওয়ার্ক করছেন ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ। ক্যাম্প ন্যু-তে এমনই এক চিত্র ধরা পড়েছে।

Manchester United: কথা কম, কাজ বেশি! বার্সেলোনার জন্য বিশেষ হোমওয়ার্ক ম্যান ইউ কোচের...
Image Credit source: twitter

Follow Us

লন্ডন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরবর্তী সময়ে ভালো খেলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তার আগে ভালো খেললেও যাবতীয় পারফরম্য়ান্সের মাঝে শিরোনামে উঠছিল শুধুই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রসঙ্গই। ম্য়ান ইউ সমর্থকরা ভরসা রেখেছিলেন কোচ এরিক টেন হ্য়াগের উপর। ক্লাব ম্যানেজমেন্টেরও তাঁর উপর অগাধ আস্থা ছিল। সে কারণেই রোনাল্ডোর মতো তারকার পুজো না করে এরিক টেন হ্য়াগকেই স্বাধীনতা দেওয়া হয়েছিল। ফুটবলারদের ডিসিপ্লিন, ট্রেনিং, খাদ্যাভ্য়াস কোনও কিছুর সঙ্গেই আপোষ করতে নারাজ এরিক টেন হ্য়াগ। প্রতি মুহূর্তেই তা প্রমাণ করেছেন। এমনকি রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রাখতেও দ্বিধা করেননি। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এক ম্য়াচে রোনাল্ডো পরিবর্ত হিসেবে নামতে না চেয়ে শেষ বাঁশি বাজার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। শৃঙ্খলাভঙ্গের কারণে পরের ম্যাচেই তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল। এ বার পরিকল্পনা গড়া নিয়ে চোখে পড়ল এরিকের হোমওয়ার্কের একটি চিত্র। বিস্তারিত TV9Bangla-য়।

ইউরোপা লিগে বার্সেলোনার বিরুদ্ধে আগামী কাল ফের ম্যাচ রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এ বার ঘরের মাঠে ম্যাচ। ন্য়ু ক্য়াম্পে প্রথম লেগের ম্য়াচ হয়েছিল। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ অবধি ড্র হয়। ক্য়াম্প ন্য়ু-তে বার্সেলোনার ঘরের মাঠে ম্যাচের চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। মার্কোস অলন্সোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মাত্র ২ মিনিটের মধ্য়েই তা শোধ করে। ম্যান ইউয়ের হয়ে সমতা ফেরানোর গোল করেন মার্কাস ব়্যাশফোর্ড। এরপরই সমস্য়ায় পড়ে বার্সেলোনা। জুলে কুন্ডের আত্মঘাতী গোলে ২-১ এগিয়ে যায় ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। বার্সার ত্রাতা হয়ে দাঁড়ান রাফিনহা। ৭৬ মিনিটে তাঁর গোলেই ড্র হয়। প্রথম লেগে রুদ্ধশ্বাস একটা ম্যাচের পর বৃহস্পতিবার দ্বিতীয় লেগে মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা।

বার্সেলোনার দলটি তারুণ্য়ে ভরা। তাদের গতির সঙ্গে পেরে ওঠা সহজ নয়। সে কারণেই বিশেষ হোমওয়ার্ক করছেন ম্য়ান ইউ কোচ এরিক টেন হ্য়াগ। ক্য়াম্প ন্য়ু-তে এমনই এক চিত্র ধরা পড়েছে। বার্সেলোনার বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে ক্য়াম্প ন্য়ু-তে ম্য়ান ইউয়ের আট জন ভিডিয়ো অ্য়ানালিস্ট উপস্থিত ছিলেন। যাঁরা প্রতিটি প্লেয়ারের শক্তি-দূর্বলতা, গতি যাবতীয় বিষয়ে নজর রেখেছে। দ্বিতীয় লেগের ম্য়াচে সেই থেকে পরিকল্পনা তৈরি করছেন ম্য়ান ইউ কোচ। ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে পারফরম্য়ান্সেই ধরা পড়বে, এরিক টেন হ্য়াগের ছাত্রদের হোমওয়ার্ক কেমন হল।