India vs Myanmar: সুনীল গোল না পেলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু ভারতের

Indian Football: সুনীল ছেত্রী অবশ্য শুরু থেকে খেললেন। বেশ কিছু গোলের সুযোগও তৈরি হল। স্কোরশিটে যদিও তাঁর নাম যোগ হল না।

India vs Myanmar: সুনীল গোল না পেলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু ভারতের
Image Credit source: AIFF
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 9:08 PM

ইম্ফল : দিনটা সুনীল ছেত্রীর হতে পারত। হল না। বেশ কিছু গোলের সুযোগ তৈরি হলেও স্কোর শিটে সুনীল ছেত্রীর নাম নেই। তবে ত্রিদেশীয় ফ্রেন্ডলি সিরিজে জয় দিয়ে শুরু করল ভারত। অনিরুদ্ধ থাপার এক মাত্র গোলে মায়ানমারের বিরুদ্ধে ১-০ জয়। মুখোমুখি সাক্ষাতে মায়ানমারের বিরুদ্ধে বেশ কিছুটা পিছিয়ে ছিল ভারত। এর আগে ২৫ ম্যাচের মধ্যে ভারত জিতেছিল ৯টি ম্যাচ, সেখানে মায়ানমারের জয় ১১টিতে। পরিসংখ্য়ানে উন্নতি করল ভারত। ২৬ তম সাক্ষাতের পর ভারতের জয়ের সংখ্য়া দাঁড়াল ১০। ম্যাচের আগে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ জানিয়েছিলেন, আইএসএল ফাইনালে খেলা ফুটবলারদের এই ম্যাচে বিশ্রাম দেওয়ার চেষ্টা করবেন। তাঁদের তৈরি রাখবেন কিরগিস্তান ম্য়াচের জন্য। সুনীল ছেত্রী অবশ্য় শুরু থেকে খেললেন। বেশ কিছু গোলের সুযোগও তৈরি হল। বিস্তারিত TV9Bangla-য়।

মায়ানমারের বিরুদ্ধে ম্য়াচের শুরু থেকেই দাপুটে ফুটবল ভারতের। প্রথম দিকে ভারত এগিয়েও যেতে পারত। ম্যাচের ১৮ মিনিটে বক্সের মধ্য়ে সুনীল ছেত্রীকে কড়া ট্যাকল। পেনাল্টির আবেদন উঠলেও রেফারি তা নাকচ করেন। রিপ্লে-তে ধরা পড়ে মায়ানমার ডিফেন্ডার বলে না মেরে সুনীলকেই ট্যাকল করেছিলেন। পেনাল্টি না পেলেও ১-০ এগিয়ে বিরতিতে যেতে সমস্য়া হয়নি। তার আগে ম্য়াচের ৩২ মিনিটে ভারতীয় শিবিরে অনবদ্য় সুযোগ আসে। ছাংতের পাস থেকে দারুণ বল পান সুনীল ছেত্রী। তবে শটে জোর ছিল না। হয়তো এগিয়ে যেত ভারত। অবশেষে প্রথমার্ধের অ্যাডেড টাইমে এগিয়ে যায় ভারত। রাহুল বেকের ক্রস মায়ানমার ডিফেন্স ক্লিয়ার করতে ব্য়র্থ। সুযোগ কাজে লাগান অনিরুদ্ধ থাপা। তাঁর গোলে ১-০ এগিয়ে যায় ভারত।

ইম্ফলে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্য়াচ ঘিরে উত্তেজনা ছিল দেখার মতো। ম্যাচের আগে দু-দলের প্লেয়ারদের সঙ্গে মিলিত হন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। ঘরের মাঠে ম্যাচ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নাওরেম মহেশ। জয়ের পর বলেন, ‘নিজের শহরে দেশের হয়ে অভিষেক ম্যাচ খেলার অনুভূতি দুর্দান্ত। এখানকার সমর্থন নিয়ে বলার ভাষা নেই। আমার চোখে সেরা পরিবেশ।’ ম্যাচে ভারতের একমাত্র গোলদাতা অনিরুদ্ধ থাপা বলেন, ‘মণিপুরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হল। দারুণ পরিবেশ। এমন পরিস্থিতিতে জয় বাড়তি আনন্দের।’