
FIFA U-17 Women's World Cup: অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের সপ্তম সংস্করণের আগে চোখ রাখুন টুর্নামেন্টের কিছু পরিসংখ্যানেImage Credit source: FIFA Website
ভুবনেশ্বর: এ বার ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ (U-17 Women’s World Cup)। আজ থেকে ৩০ অক্টোবর অবধি চলবে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। এ বার মোট ১৬টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে। ভারতের (India) ৩টি শহরে – ভুবনেশ্বর, গোয়া এবং নবি মুম্বইয়ে হবে পুরো টুর্নামেন্ট। প্রথম দিন রয়েছে চারটি ম্যাচ। দুটি হবে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এবং অপর দুটি হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। আয়োজক দেশ ভারতও এ বার তাদের কাপযাত্রা শুরু করছে আজ। তার আগে চোখ রাখুন টুর্নামেন্টের কিছু পরিসংখ্যানে —
- ছয় বার হয়েছে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ – দুই বছর পর পর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রথম সংস্করণটি হয়েছিল ২০০৮ সালে, নিউজিল্যান্ডে। ২০২০ সালে করোনার কারণে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি।
- ২০০৮ সালের অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের চ্যাম্পিয়ন – অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সংস্করণটির চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর কোরিয়া। রানার্স হয়েছিল আমেরিকা।
- অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের গত ছয় সংস্করণে মোট ৬৬০টি গোল হয়েছে – ২০০৮ সালে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে মোট ১১৩টি গোল হয়েছিল। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে, ২০১০ সালে ১২৫টি গোল হয়েছিল। তৃতীয় সংস্করণে অর্থাৎ ২০১২ সালে ১১৯টি গোল হয়েছিল। চতুর্থ থেকে ষষ্ঠ সংস্করণে যথাক্রমে হয়েছিল – ১১৩ গোল (২০১৪ সালে), ১০৪ গোল (২০১৬ সালে) এবং ৮৬ গোল (২০১৮ সাল)।
- ২০১০ সালের অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে সব চেয়ে বেশি গোল হয়েছিল – অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সংস্করণে সব চেয়ে বেশি গোল হয়েছিল। ২০১০ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ত্রিনিদাদ এবং টোবাগোয়। সে বার প্রতিটি ম্যাচে গড়ে ৩.৯১ গোল হয়েছিল। কোরিয়া প্রজাতন্ত্রের ইয়ো মিনজি গোল্ডেন জুতো এবং গোল্ডেন বল পেয়েছিলেন।
- অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের সব চেয়ে সফল দল – উত্তর কোরিয়া। তারা দু’বার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে। ২০০৮ সাল এবং ২০১৬ সালে উত্তর কোরিয়া চ্যাম্পিয়ন হয়েছিল।
- সব চেয়ে বেশি দর্শক ছিল ২০১৪-র অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে – কোস্টা রিকায় সে বার আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। মোট ২ লক্ষ ৮৪ হাজার ৩২০ দর্শক গ্যালারি ভরাতে হাজির ছিলেন।
- তিন নতুন দলের অভিষেক – এ বারের অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে ৩টি দলের অভিষেক হচ্ছে। আয়োজক দেশ ভারত, মরক্কো আর তানজানিয়া।
- চারটি দল যারা অনুর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের ৬টি সংস্করণেই অংশ নিয়েছে এবং এ বারের বিশ্বকাপেও থাকছে – যে চারটি দল অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ৭টি সংস্করণের অংশ সেগুলি হল – জার্মানি, কানাডা, জাপান এবং নিউজিল্যান্ড। এর মধ্যে ১ বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে জাপান।