Qatar World Cup 2022: চোটের তালিকা বাড়ছে ক্রমশ, কাতার বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল কোন টিম?

যত এগিয়ে আসছে বিশ্বকাপ (World Cup), ততই যেন চোট আঘাতে জর্জরিত হয়ে পড়ছেন ফুটবলারা।

Qatar World Cup 2022: চোটের তালিকা বাড়ছে ক্রমশ, কাতার বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল কোন টিম?
চোটের তালিকা বাড়ছে ক্রমশ, কাতার বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল কোন টিম?Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 09, 2022 | 2:34 PM

লন্ডন: যত এগিয়ে আসছে বিশ্বকাপ (World Cup), ততই যেন চোট আঘাতে জর্জরিত হয়ে পড়ছেন ফুটবলারা। বিভিন্ন জাতীয় দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ইতিমধ্য়েই। এরই মধ্যে আবার চোটের কবলে পড়ল ইংল্যান্ডের ফুটলাররা। এক বা দুই নয়, তিন জন ফুটবলার চোট পেয়েছেন। চোটের এই লম্বা তালিকা খানিকটা হলেও চিন্তায় ফেলে দিয়েছে কোচ গ্যারেথ সাউথগেটকে। বিশ্বকাপের জন্য টিম ঘোষণা এখনও করেননি তিনি। তার ঠিক আগেই তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট বিশ্বকাপের টিম নতুন করে সাজাতে বাধ্য করছে সাউথগেটকে। কী ভাবছেন তিনি, তুলে ধরল TV9 Bangla

বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা না করলেও , কাতার বিশ্বকাপের জন্য দলের চূড়ান্ত তালিকা সাউথগেট তৈরি করে ফেলেছিলেন। কিন্তু তাঁর পরিকল্পনায় জল ঢেলে দিলেন রিস জেমস। হাঁটুতে চোট পেয়ে কার্যত কাতার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে তাঁর। চেলসি দলের নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। চোটের কারণে বিগত দুই সপ্তাহ ধরে মাঠে নামতে পারছেন না তিনি। এই সপ্তাহে কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করবে ইংল্যান্ড। দুই সপ্তাহ ধরে ছোট কাটিয়ে ফেরার আপ্রাণ চালাচ্ছেন রিস জেমস। তবে তিনি হাঁটুর চোট কাটিয়ে ফিরে আসতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। ইংল্যান্ড দলের ডিফেন্সে নির্ভরতা জোগাতেন রিস। তাঁকে বিশ্বকাপের দলে না পেলে ইংল্যান্ড দলের রক্ষণভাগ বেশ খানিকটা নড়বড় হয়ে যেতে পারে, তা বলাই বাহুল্য।

রিসকে ছাড়াও কাইল ওয়াকার এবং ফিলিপ্সকে নিয়েও দুশ্চিন্তা কম নেই সাউথগেটের। তবে একটা ভালো খবর, ওয়াকার ও ফিলিপ্স জানিয়েছেন, তাঁরা চোট কাটিয়ে বিশ্বকাপ খেলতে প্রস্তুত। এই খবর যে ইংল্যান্ড দলের হেড স্যারকে দল ঘোষণার আগে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে, সন্দেহ নেই। তবে রিস জেমস গত দু’সপ্তাহ চোটর কবলেই রয়েছেন। চেলসির ডাক্তাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে তাঁকে ফিট করতে পারেন। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট এই বিষয়ে জানিয়েছেন, জেমস বিশ্বকাপ খেলতে পারবেন কিনা, তা তিনি জানেন না।