দোহা : ফুটবল তাঁর রক্তেই আছে। ফুটবলের ইতিহাসে জ্বলজ্বল করছে বাবা জর্জ উইয়ার (George Weah) এর নাম। এই প্রাক্তন স্ট্রাইকার বর্তমানে পশ্চিম আফ্রিকার একটি দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট (President)। লাইবেরিয়ার হয়ে ৭৫ ম্যাচে ১৮ গোল করে রেকর্ড গড়েন তিনি। ১৯৯৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার। মোনাকো, পিএসজি (PSG), চেলসি (Chelsea), ম্যান সিটির মতো ক্লাবে খেলেছেন। ক্লাব কেরিয়ারে ৪০০’র উপর ম্যাচ। তবে বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি কখনও। তবে সেই আক্ষেপ মিটিয়ে দিল ছেলে টিমোথি উইয়া (Timothy Weah)। সেই তথ্যই তুলে ধরল TV9Bangla। প্রথম ম্যাচে আমেরিকার হয়ে ওয়েলসের বিরুদ্ধে গোল করে আমেরিকাকে (America) এগিয়েও দেন টিমোথি।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি হয়েছিল আমেরিকা। আর সেই ম্য়াচেই প্রথম ৩৬ মিনিটের মাথায় গোল করে আমেরিকাকে এগিয়ে দেন টিমোথি। প্রথমার্ধে আমেরিকার দুর্দান্ত পারফরম্যান্স বেশ চাপে রেখেছিল ওয়েলসকে। তবে দ্বিতীয়ার্ধে বেলের পেনাল্টি গোলে সমতা ফেরায় ওয়েলস। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেল বলেছিলেন, “টিভিতে ফুটবল বিশ্বকাপ দেখতে খুব খারাপ লাগত। হতাশায় ডুবে যেতাম। কারণ, সেখানে ওয়েলস ছিল না। দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষায় রয়েছি। কাতার বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে ফুটবলকে কেরিয়ার হিসেবে গড়ে তোলার জন্য। আমরা হৃদয় দিয়ে খেলব।” সত্যিই তাই হল। ১৯৫৮’র পর বিশ্বকাপে খেলার সুযোগ। খালি হাতে মাঠ ছাড়েনি ওয়েলস। আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে সমতা ফেরায় ওয়েলস। তা প্রশংসার দাবি রাখে।
টিমোথির জন্ম আমেরিকার ব্রুকলিনে। বিশ্বকাপেও খেলছেন দেশের জার্সিতেই। ক্লাব ফুটবলে খেলেন প্যারিসের প্রথম ডিভিশনে (লিগ ১) লিলির হয়ে। ২০১৭ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসরে প্যারাগুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েন তিনি। এ বার সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ। প্রথম ম্যাচে গোল দিয়ে প্রাক্তন ফুটবলার বাবার রেকর্ডকে একপ্রকার ছাপিয়ে গেলেন ছেলে টিমোথি।