FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপে ১০ জন বয়স্ক ফুটবলার কারা, জানেন কি?

Cristiano Ronaldo: পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও রয়েছেন এই তালিকায়। তাঁর বয়স ৩৭ বছর। তিনি অবশ্য ঘোষণা করেননি, এই বিশ্বকাপই তাঁর শেষ কীনা।

FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপে ১০ জন বয়স্ক ফুটবলার কারা, জানেন কি?
Image Credit source: twitter, FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 17, 2022 | 5:13 PM

দোহা : বয়স শুধুই সংখ্যা মাত্র। আবারও তা প্রমাণ করার লক্ষ্যে বিশ্বকাপের (FIFA World Cup 2022) ময়দানে দেখা যাবে তাঁদের। বয়স নয়, দক্ষতা এবং ফিটনেস বিশ্বকাপে সুযোগ করে দিয়েছে তাঁদের। কাতার বিশ্বকাপে নতুন, তরুণদের সঙ্গে একই ময়দানে আসর জমাবেন তাঁরা। কোন ফুটবলাররা (Footballer) রয়েছেন এই তালিকায়? ১০ জনের তালিকা তুলে ধরল TV9 Bangla

শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ কাতার বিশ্বকাপ ২০২২। কাউন্টডাউন বহুদিন ধরেই চলছে। এ বার তা শেষের পালা। ইতিমধ্যেই সব দেশ তাদের চুড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। হাতে গোনা কয়েকটি দল ছাড়া প্রায় সব দল পৌঁছেও গিয়েছে কাতারে। অনেক দেশই বেশ কিছু চমক রেখে দল সাজিয়েছে এ বার। জার্মানির বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মাত্র ১৭ বছরের ইউসুফা মৌকোকোর মতো তরুণ ফুটবলার। আবার একই সঙ্গে দলে জায়গা করে নিয়েছেন মেসি, দানি আলভেসের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও। এদের মধ্যে বেশিরভাগেরই এটাই শেষ বিশ্বকাপ।

তথাকথিত বয়স্ক ফুটবলারদের ১০ জনের এই তালিকায় শীর্ষে রয়েছেন মেক্সিকোর গোলকিপার আলফ্রেদো তালাভেরা। তাঁর বয়স ৪০। যদিও মেক্সিকোর প্রথম চয়েস গোলকিপার ওচোয়া। কোনও না কোনও ম্যাচে তালাভেরাকেও খেলতে দেখা যেতে পারে। এর পর ৩৯ বছরের কোটায় রয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে উল্লেখযোগ্য ব্রাজিলের দানি আলভেস। এই অভিজ্ঞ ডিফেন্ডারের বয়স ৩৯ বছর ৬ মাস। ব্রাজিলের হয়ে প্রতিপক্ষেকে রুখবেন তিনি। ৩৯-র তালিকায় রয়েছেন কানাডার আতিবা হাচিনসন, পর্তুগালের পেপে, জাপানের এইজি কাবাসিমা, নেদারল্যান্ডসের রেমকো পাসবিরও।

এরপর আসা যাক, ৩৮ বছরের কোটায়। সেখানে রয়েছেন তিউনিশিয়ার আইমেন মাতলোতি এবং ব্রাজিলের থিয়াগো সিলভা। পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও রয়েছেন এই তালিকায়। তাঁর বয়স ৩৭ বছর। তিনি অবশ্য ঘোষণা করেননি, এই বিশ্বকাপই তাঁর শেষ কীনা। তবে মনে করা হচ্ছে, এ বারই বিশ্বকাপের মঞ্চে শেষ বার দেখা যাবে রোনাল্ডোকে। ৩৭-এর তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক ড্যানি ভুকোভিচও।