
লন্ডন : বছরের শুরুতেই অঘটন এবং বিদ্রুপ সঙ্গী করে মাঠ ছাড়তে হল হ্যারি কেন, হুগো লরিসদের। কাতার বিশ্বকাপে ছিলেন প্রতিপক্ষ। হুগো লরিসের ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের পেনাল্টি মিসে বিদায় নিশ্চিত হয়েছিল। ফ্রান্স ফাইনালে উঠলেও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হারে তারা। সেই ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে অস্বস্তিতে পড়েছিলেন। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইনের বিরুদ্ধেই অস্বস্তিতে পড়লেন টটেনহ্যাম হটস্পারের ফরাসি গোলরক্ষক হুগো লরিস। প্রিমিয়ার লিগে নতুন বছরের প্রথম ম্যাচেই নাটক। অ্যাস্টন ভিলার কাছে হার তারকা সমৃদ্ধ টটেনহ্য়ামের। অন্য দিকে, নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র চেলসির। বিস্তারিত TV9Bangla-য়।
প্রিমিয়ার লিগে অনবদ্য় ছন্দে ছিল টটেনহ্য়াম। তবে হুগো লরিসের ভুলের অনবদ্য সুযোগ নিয়ে গোল আর্জেন্টিনার এমি বুয়েন্দিয়ার। প্রিমিয়ার লিগে শেষ ১০ ম্য়াচে প্রথম গোল খেল টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টাইনের গোলে এগিয়ে যায় অ্য়াস্টন ভিলা। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগে ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস লুইজের গোলে ব্য়বধান বাড়ায় অ্যাস্টন ভিলা। বছরের প্রথম ম্যাচেই হার। চূড়ান্ত বিদ্রুপের সামনে হ্য়ারি কেনরা। আর্সেনালের প্রাক্তন তথা অ্যাস্টন ভিলার বর্তমান কোচ উনাই এমেরির জন্য উচ্ছ্বাস সীমাহীন। টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তে হতাশা নিয়েই মাঠ ছাড়লেন।
অন্য ম্য়াচে, এগিয়ে থেকেও ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল চেলসিকে। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ১-১ ড্র। নটিংহ্য়াম ডিফেন্ডার সার্জ অরিয়ের ২০২০-র পর প্রিমিয়ার লিগে গোল করলেন। আর তাতেই চেলসির চেষ্টা ব্য়র্থ। ম্যাচের মাত্র ১৬ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং। ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি। নটিংহ্য়াম সেন্টার ব্যাক বোলির ভুলের সুযোগেই গোল চেলসির। তেমনই গোল শোধের ক্ষেত্রেও ভূমিকা নিলেন বোলি। গিবস-হোয়াইটের কর্নারে বল রিসিভ করেন বোলি। পাস করেন সাইড ব্যাক সার্জ অরিয়েরকে। বক্সের মধ্যে শট নিতে কোনও ভুল করেননি অরিয়ের। শেষ বার ২০২০ সালে ম্যান ইউয়ের বিরুদ্ধে গোল করেছিলেন। যদিও দল বিশাল ব্যবধানে হেরেছিল। এ বার নটিংহ্যামের হার বাঁচালেন।