Lionel Messi: আন্তর্জালের দুনিয়া শুধুই মেসি-ময়

মেসি অ্যান্ড ব্রিগেডের উদযাপনের মুহূর্তগুলি সামাজিক মাধ্যমের দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে। সাধারণ সমর্থক থেকে কিংবদন্তিদের শুভেচ্ছায় বান এসেছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে।

Lionel Messi: আন্তর্জালের দুনিয়া শুধুই মেসি-ময়
টুইটার আজ শুধুই মেসি-ময় Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Dec 19, 2022 | 2:20 PM

নয়াদিল্লি: মেসির (Lionel Messi) পায়েই ‘শাপমুক্তি’। ৩৬ বছর কাটিয়ে বিশ্বকাপ এলো আর্জেন্টিনার ঘরে। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়  লা আলবিসেলেস্তেদের। কাতারে সাতটি গোল করে আর্জেন্টিনার (Argentina) জয় নায়ক কিন্তু মেসিই, বলছে ফুটবল বিশ্ব। রবিবার মধ্যরাত থেকে মেসি বন্দনায় সামিল গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় আকাশি-সাদা রংয়ের ছড়াছড়ি। মেসি অ্যান্ড ব্রিগেডের উদযাপনের মুহূর্তগুলি সামাজিক মাধ্যমের দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে। সাধারণ সমর্থক থেকে কিংবদন্তিদের শুভেচ্ছায় বান এসেছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে। মেসির বিশ্বজয় নিয়ে কার কী বক্তব্য? তুলে ধরল TV9 Bangla

জয়ের পর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের টুইট, ” কাপ জেতার জন্য অনেক অভিনন্দন আর্জেন্টিনাকে। বিশ্বকাপ অভিযান শুরু করার পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ওরা। বিশেষ করে ধন্যবাদ জানাই মার্টিনেজকে। এক্সট্রা টাইমের প্রায় শেষের দিকে দুরন্ত সেভ করে দলকে বাঁচাল ও। মার্টিনেজের ওই দুরন্ত সেভাটার পরই আমার মনে হয়েছিল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।”

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী টুইট করে লিখেছেন, ”আমার দেখা সেরা ফুটবল ম্যাচ। ১২০ মিনিট জুড়ে শুধুই আবেগের বিস্ফোরণ দেখলাম। হোয়াট আ শো। হোয়াট আ স্পোর্টস। লিওনেল মেসি।”

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগ টুইট করেছেন, ” সর্বকালের অন্যতম সেরা বিশ্বকাপ দেখলাম। এমবাপের পারফরম্যান্সও দুর্দান্ত তবে জয়টা লিওনেল মেসিরই প্রাপ্য ছিল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন আর্জেন্টিনা।”

প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী টুইটারে লিখেছেন, “অবিশ্বাস্য খেলা! আর্জেন্টিনা তোমরা বিশ্বচ্যাম্পিয়ন। মেসি বনাম এমবাপেই মূল আকর্ষণ ছিল। পেলে মারাদোনার পর, মেসি এই প্রজন্মের G.O.A.T।

মেসির পরম বন্ধু ব্রাজিলিয়ান তারকা নেইমার। মেসি-নেইমারের সম্পর্কের সমীকরণ অজানা নয় কারও। বার্সেলোনায় খেলার সময় থেকেই বন্ধুত্ব তাঁদের। ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে ইতি ঘটলেও বন্ধুর জয়ে খুশি নেইমার। মেসির এই জয়ের পর ব্রাজিলিয়ান সেনসেশন টুইট করেছেন, “শুভেচ্ছা বন্ধু।”