
ইউরোপ সেরা। প্যারিস স্যঁ জ্যঁ-র ইতিহাসে প্রথম বার। এই ক্লাবে বিশ্ব ফুটবলের অনেক সুপারস্টার খেলেছেন। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপের মতো বিশ্বজয়ীরাও ছিলেন। খেলেছেন নেইমারও। কিন্তু ট্রফির অপেক্ষা মিটছিল না। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছে পিএসজি। মার্শেইয়ের পর ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইতিহাস তৈরি করেছে পিএসজি। যদিও সমর্থকদের বিজয় উৎসব ফিকে হয়ে গেল অনভিপ্রেত ঘটনায়।
ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছে প্যারিসের ক্লাব। জার্মানির মিউনিখে হয়েছে ফাইনাল। কিন্তু সমস্যা তৈরি হল প্যারিসে। সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা। প্যারিসে বিজয় মিছিল বের করেছিলেন পিএসজি সমর্থকরা। হাজারো ফুটবল প্রেমীর ভিড়। নানা ভাবে সেলিব্রেশনে মত্ত সমর্থকরা। গাড়ির হর্ন, গান, রাস্তা জমিয়ে রেখেছিলেন সমর্থকরা। আর তাতে তৈরি হল ব্যাপক যানজটও। প্যারিসে এক ব্যক্তি মোটর স্কুটারে যাচ্ছিলেন। গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন সেই ব্যক্তি।
এখানেই শেষ নয়। ভিড়ের মধ্যে এক ১৭ বছরের কিশোরকে মারা হয়, যার জেরে তারও মৃত্যু হয়েছে। প্যারিস প্রশাসনের খবর অনুযায়ী, হিংসার ঘটনায় প্রায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। আগের রাতে ইতিহাস তৈরি হয়েছিল প্যারিসের ক্লাবের। কিন্তু এই ঘটনা সব কিছু হতাশায় পরিণত করেছে ফুটবল প্রেমীদের মধ্যে। বিশেষ করে দু-জনের মৃত্যুর ঘটনা অস্বস্তিতে ফেলার মতোই।