কলকাতা : গত মরসুমে সিরি আ-তে সপ্তম স্থানে শেষ করেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন ক্লাব জুভেন্তাস (Juventus)। যার ফলস্বরূপ চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে ঠাঁই হয়নি। শুধুমাত্র ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু সেটাও আর সম্ভব হচ্ছে না। কনফারেন্স লিগ থেকে জুভেন্তাসকে নির্বাসিত করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডির ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম ভঙ্গ করায় এমন শাস্তির মুখে পড়তে হয়েছে ক্লাবটিকে। টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি ২০ মিলিয়ন ইউরো আর্থিক জরিমানা করা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports –এর এই প্রতিবেদনে।
উয়েফা জানিয়েছে, ২০১২ সাল থেকে ২০১৯-র মধ্যে ক্লাবের আর্থিক লেনদেনে নিয়ম ভঙ্গের প্রমাণ মিলেছে। একইসঙ্গে জানানো হয়েছে, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের আর্থিক বছরে একইভাবে নিয়ম ভঙ্গের প্রমাণ পেলে অতিরিক্ত ১০ মিলিয়ন ইউরো আর্থিক জরিমানা করা হবে। অর্থাৎ ক্লাবের উপরে কড়া নজর রাখবে উয়েফা। সিরি আ ক্লাবটি উয়েফার এই শাস্তি মেনে নিয়ে বিবৃতি দিয়েছে। ক্লাবের তরফে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা হবে না বলে জানানো হয়েছে। গত মরসুমে আর্থিক অনিয়মের দায়ে ১৫ লিগ পয়েন্ট কাটা গিয়েছিল ক্লাবটির। যে কারণে তাদের ৭ নম্বরে নেমে যেতে হয়। ইতালির শীর্ষ ক্লাবটির কীর্তিকলাপের শেষ এখানেই নয়। ২০০৫-০৬ মরসুমে লিগ চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ট্রফি কেড়ে নেওয়া হয় তাদের। ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ছিল ক্লাবটির বিরুদ্ধে। সে বার চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয় ইন্টার মিলানকে।
ক্লাবটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ বহুদিন ধরে। এদিকে উয়েফার জুভেন্তাসের শাস্তির কারণে পড়ে পাওয়া সুযোগ এসে গেল গত মরসুমে লিগে অষ্টম স্থানাধিকারী ফিওরেন্তিনার। কনফারেন্স লিগে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জায়গায় খেলার সুযোগ এসে গেল ক্লাবটির কাছে।