মেসির ডেরায় মস্তানি এমবাপের

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Feb 17, 2021 | 12:50 PM

১৯৯৭ সালের পর ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোনও অ্যাওয়ে দলের ফুটবলার হ্যাটট্রিক করলেন

মেসির ডেরায় মস্তানি এমবাপের
সৌজন্যে-বার্সেলোনা টুইটার

Follow Us

বার্সেলোনা: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বার্সেলোনার (Barcelona)। চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) ঘরের মাঠে নেইমারহীন পিএসজির (PSG) কাছে দুরমুশ হলেন মেসিরা। শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে প্যারিস সাঁ জাঁ-র কাছে ৪-১ গোলে হারল বার্সা। ফরাসি স্ট্রাইকার এমবাপের হ্যাটট্রিকে চূর্ণ কাতালান ক্লাব। ন্যু ক্যাম্পে এগিয়ে গিয়েও ৪ গোল হজম করল বার্সেলোনা।

 

 

খেলার ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে শুরুতে এগিয়ে দেন লিওনেল মেসি। তখনও বোঝা যায়নি বার্সার রাতটা দুঃস্বপ্নের হতে চলেছে। গোল হজমের ৫ মিনিট বাদেই সমতায় ফেরে প্যারিস সাঁ জাঁ। ৩২ মিনিটে এমবাপের গোল করে খেলার ফল ১-১ করেন।

প্রথমার্ধে ম্যাচ শেষ হয় ১-১ গোলেই। ৬৫ মিনিটে ফের গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। ৭০ মিনিটে ব্যবধান ৩-১ করেন ময়েস কিন। ৮৫ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এমবাপে। বার্সার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফরাসি স্ট্রাইকার।

 

 

১৯৯৭ সালের পর ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোনও অ্যাওয়ে দলের ফুটবলার হ্যাটট্রিক করলেন। সে বার বার্সার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ডায়নামো কিয়েভের ইউক্রেনিয়ান ফুটবলার আন্দ্রে শেভচেঙ্কো। ৪ বছর আগে ন্যু ক্যাম্পে বার্সার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল প্যারিস সাঁ জাঁ। এমবাপের দাপুটে পারফরম্যান্সের সুবাদে এ দিন তারই বদলা নিল পিএসজি। ২০ মার্চ পিএসজির বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচ খেলবেন মেসিরা।

Next Article