UEFA Champions League 2021-22: মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল

১৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লিভারপুল। শনি মধ্যরাতে জিতলেই এসি মিলানের সাত বারের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড স্পর্শ করবে ইংল্যান্ডের ক্লাব দল। এই নিয়ে দশ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামছে লিভারপুল।

UEFA Champions League 2021-22: মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল
লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2022 | 8:00 AM

প্যারিস: এক হাইভোল্টেজ দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। শনি রাতেই চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) মহারণ। প্যারিসে মেগা ফাইনালে মুখোমুখি লিভারপুল (Liverpool)-রিয়াল মাদ্রিদ (Real Madrid)। চ্যাম্পিয়ন্স লিগের মেগা ম্যাচ দেখার জন্য টিকিট আগেই শেষ হয়ে গিয়েছে। এক দিকে করিম বেঞ্জেমা, লুকা মদ্রিচ, ভিনিশিয়াস জুনিয়র। অন্য দিকে মোহামেদ সালাহ, সাদিও মানে, ভার্জিল ভ্যান ডিক। আর দুই দলের দায়িত্ব যাঁদের হাতে থাকবে তাঁরাও প্রস্তুত রাখছেন নিজেদের। একদিকে কার্লো আন্সেলোত্তি। অন্যদিকে জুর্গেন ক্লপ। লিভারপুলের কাছে এই ম্যাচ বদলার ম্যাচ। ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের কাছেই হারতে হয়েছিল ক্লপের লিভারপুলকে। অন্যদিকে রিয়ালের কাছেও প্রমাণের ম্যাচ। রোনাল্ডো দল ছাড়ার পর প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি রিয়ালের সামনে। নক আউটে তিন বারই পিছিয়ে পড়ে পরবর্তী রাউন্ডে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেঞ্জেমা, রডরিগো, ভিনিশিয়াস জুনিয়র সম্মিলিত রিয়ালকে সমীহ করতেই হবে। তবে লিভারপুলও নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি। এ বছরই এফএ কাপ আর লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ক্লপের দল। এ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ত্রিমুকুট জয়ের সামনে দাঁড়িয়ে সালাহরা।

১৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লিভারপুল। শনি মধ্যরাতে জিতলেই এসি মিলানের সাত বারের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড স্পর্শ করবে ইংল্যান্ডের ক্লাব দল। এই নিয়ে দশ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামছে লিভারপুল।

শেষ ১৮টা ম্যাচই অপরাজিত ক্লপের দল। গত ৮ মার্চ শেষ বার কোনও ম্যাচ হেরেছিল লিভারপুল। তাই রিয়ালের কাজটা মোটেও সহজ হবে না। শেষ এগারোটা ম্যাচের মধ্যে ১০টা-তেই জিতেছেন সালাহরা। চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের শুরুতেই ব়্যামোসের কড়া ট্যাকলে মাঠের বাইরে চলে গিয়েছিলেন সালাহ। মিশরের রাজপুত্রের কাছে এই ম্যাচ প্রতিশোধের।

প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অনিশ্চিত লিভারপুলের থিয়াগো আলকান্তারা। ৯০ মিনিট খেলতে না পারলেও, কিছুক্ষণ তাঁকে মাঠে রাখা যায় কিনা; তা দেখছে লিভারপুলের মেডিক্যাল টিম। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে অনুশীলনে নেমেছেন ফাবিনহো। গোড়ালির চোট সারিয়ে অনুশীলন করছেন জো গোমেজও।

অন্যদিকে রিয়াল শিবিরে সে রকম চোট আঘাতের কোনও খবর নেই। পূর্ণশক্তির দল নিয়েই ফাইনালে ঝাঁপাচ্ছে রিয়াল মাদ্রিদ। কার্ভাহাল, আলাবা, মেন্ডিরা তৈরি লিভারপুলের আক্রমণ রুখতে। চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করবেন করিম বেঞ্জেমা। ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সিআর সেভেন। সেই রেকর্ডই স্পর্শ করবেন ফরাসি সুপারস্টার।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৮ বারের মুখোমুখি সাক্ষাতে ৪ বার জিতেছে রিয়াল মাদ্রিদ। ৩ বার জিতেছে লিভারপুল। একটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। ১৯৮১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। ক্ল্যাশ অব টাইটান্স দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। রাত জাগার অপেক্ষায় শহরবাসী। বেঞ্জেমা-মদ্রিচ-ভিনিশিয়াস নাকি সালাহ-মানে-ভ্যান ডিক; কাদের হাতে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ওঠে সেটাই এখন দেখার।

আরও পড়ুন: Ravi Shastri: রবি শাস্ত্রীর জন্মদিনে ফিরে দেখা কোচ হিসেবে ভারতীয় দলকে দেওয়া তাঁর সাফল্য