উয়েফা ইউরোপা লিগে (UEFA Europa League) বৃহস্পতিবার বেনফিকাকে (Benfica) ৩-২ হারাল আর্সেনাল (Arsenal)। টানটান ম্যাচে জয় তুলে নিল মাইকেল আর্তেতার দল। সেই সঙ্গে ইউরোপা লিগের শেষ ১৬-তেও পৌঁছে গেল ইংল্যান্ডের ক্লাব। হাড্ডাহাড্ডি এই ম্যাচে বেনফিকাও যথেষ্ট লড়াই করেছিল। কিন্তু শেষরক্ষা করতে পারেনি জর্জ জেসুসের ছেলেরা।