Indian Football: দেশের এলিট অ্যাকাডেমিতে একমাত্র বাংলার ইউনাইটেড স্পোর্টস

United Sports Club:বাংলার একমাত্র ক্লাব হিসেবে এই সার্টিফিকেট পেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United Sports Club)। দেশের ৩২টি ক্লাবকে এই সেরা সার্টিফিকেট দেয় ফেডারেশন। বাংলার সম্মান বাঁচাল ইউনাইটেড স্পোর্টস। বয়সভিত্তিক দল, অ্যাকাডেমির পরিকাঠামো, মাঠ, আবাসিক শিবির, কোচিং স্টাফ, ফিটনেস ট্রেনিংয়ের ব্যবস্থা সবকিছু দেখেই এই সার্টিফিকেট দেয় ফেডারেশন। ভিশন ২০৪৭-কে সামনে রেখেই দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে এই প্রজেক্ট চালু করেছে ফেডারেশন

Indian Football: দেশের এলিট অ্যাকাডেমিতে একমাত্র বাংলার ইউনাইটেড স্পোর্টস
ইউনাইটেড স্পোর্টস ক্লাব

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 07, 2023 | 9:43 AM

কলকাতা: ফেডারেশনের ‘এলিট ক্যাটেগরি’ অ্যাকাডেমির স্বীকৃতি পেল ইউনাইটেড স্পোর্টস (United Sports)। বাংলার একমাত্র ক্লাব হিসেবে এই সার্টিফিকেট পেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United Sports Club)। দেশের ৩২টি ক্লাবকে এই সেরা সার্টিফিকেট দেয় ফেডারেশন। বাংলার সম্মান বাঁচাল ইউনাইটেড স্পোর্টস। বয়সভিত্তিক দল, অ্যাকাডেমির পরিকাঠামো, মাঠ, আবাসিক শিবির, কোচিং স্টাফ, ফিটনেস ট্রেনিংয়ের ব্যবস্থা সবকিছু দেখেই এই সার্টিফিকেট দেয় ফেডারেশন। ভিশন ২০৪৭-কে সামনে রেখেই দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে এই প্রজেক্ট চালু করেছে ফেডারেশন। তাতে যুব লিগ আর অ্যাকাডেমিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য বললেন, ‘অবশ্যই গর্বের। তবে এই স্বীকৃতিতে আর্থিক কোনও সুবিধা পাওয়া যায় না। তাই রাজ্য সরকার যদি একটু আর্থিক ভাবে সাহায্য করে তাতে আমাদের উপকার হয়। চ্যালেঞ্জ অনেকটা বেড়ে গেল। কারণ এই স্বীকৃতি ধরে রাখতে হবে।’