কলকাতা বঞ্চিত, মুম্বই, ভুবনেশ্বর, আমদাবাদে মেয়েদের এশিয়ান কাপ

Mar 26, 2021 | 2:38 PM

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কয়েক বছর ধরে দেশের মাঠে ফুটবলের মেগা ইভেন্টগুলো আয়োজন করার চেষ্টা করছে।

কলকাতা বঞ্চিত, মুম্বই, ভুবনেশ্বর, আমদাবাদে মেয়েদের এশিয়ান কাপ
সৌজন্যে-টুইটার

Follow Us

কুয়ালা লামপুর: নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডিওয়াই পাটিল স্টেডিয়াম (D.Y. Patil Stadium), আমদাবাদের (Ahmedabad) ট্রান্সস্টেডিয়া (TransStadia), ভুবনেশ্বরের (Bhubaneswar) কলিঙ্গ স্টেডিয়াম (Kalinga Stadium)— এই তিন ভেনুতে হবে মেয়েদের এএফসি এশিয়ান কাপ (AFC Women’s Asian Cup)। আগামী বছরের শুরুতেই, ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি। যাকে ভারতীয় ফুটবলের (Indian Football) মক্কা বলা হয়, সেই কলকাতা (Kolkata) পাচ্ছে না কোনও ম্যাচ।

এএফসির সচিব ডাটো উইন্ডসর জন এক বিবৃতিতে বলেছেন, ‘এশিয়ার মেয়েদের ফুটবল বিশ্বমানের। এআইএফএফ তিনটে দারুণ ভেনু বেছেছে টুর্নামেন্ট আয়োজন করার জন্য।’

 

 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কয়েক বছর ধরে দেশের মাঠে ফুটবলের মেগা ইভেন্টগুলো আয়োজন করার চেষ্টা করছে। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ হয়ে গিয়েছে। মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপও হওয়ার কথা। তার আগেই এএফসি কাপ হচ্ছে। এতে মেয়েদের ভারতীয় ফুটবল টিমও অংশ নেবে। এই এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব ১৩-২৫ সেপ্টেম্বর।

 

 

দেশে মেয়েদের ফুটবলের প্রসার ও প্রচারের জন্য এশিয়ান কাপ দারুণ ভাবে কাজে লাগাতে চাইছেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল। তিনি বলেওছেন, ‘আগামী বছরের শুরুটা আমরা মেয়েদের এশিয়ান কাপ দিয়ে সেলিব্রেট করতে চাই। এর আগে অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপের সময় নভি মুম্বইয়ে দারুণ আলোড়ন পড়েছিল। নতুন ভেনু হিসেবে আমদাবাদ ও ভুবনেশ্বর থাকছে এ বার। আশা করি ভারত সর্বাঙ্গ সুন্দর একটা টুর্নামেন্ট দেখতে পাবে।’

Next Article