মাদ্রিদ : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ঘরের মাঠে এগিয়ে থেকেও জিততে পারল না। ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) প্রয়োজনের সময় জ্বলে উঠলেন কেভিন ডি ব্রুইন। যে কারণে ১-১ গোলে ম্যাচ ড্র দিয়ে শেষ হতেই এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌ স্টেডিয়ামে ‘হালা মাদ্রিদ’ গুঞ্জনটা খানিক স্মিত হয়ে উঠল। এ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট কারা হবে, রিয়াল মাদ্রিদ নাকি ম্যাঞ্চেস্টার সিটি? সেটা জানা যাবে এতিহাদ স্টেডিয়ামে। ১৮ মে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। প্রথম লেগে রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোল করেন ভিনিসিয়াস জুনিয়ার। অন্যদিকে ম্যান সিটির হয়ে ত্রাতা হয়ে ওঠেন কেভিন ডি ব্রুইন। কোন পরিস্থিতিতে এই ম্যাচ ড্র হল, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ম্যাচের শুরু থেকে আক্রমণ ও প্রতি আক্রমণ দেখা গিয়েছে। ৮ মিনিটের মাথায় ম্যান সিটির কাছে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কেভিন ডি ব্রুইনের শট দারুণ শট রুখে দেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়া। রিয়াল ও সিটির ফুটবলাররা কেউ কাউকে ছেড়ে কথা বলছিলেন না। ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন রিয়াল তারকা করিম বেঞ্জেমা। তা আটকে দেন সিটির তারকা রুবেন দিয়াস।
এরপর ম্যাচের ৩৫ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য গতির শটে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়ার। এই গোলেই সিটির বিরুদ্ধে এগিয়ে যায় মাদ্রিদ। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যাঞ্চেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধে ম্যান সিটির আক্রমণের ঝাঁঝ বাড়ে। ৫২ মিনিটের মাথায় সমতা ফেরানোর সুযোগ ছিল ম্যান সিটির। এ বারও মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়া আটকে দেন ডি ব্রুইনদের শট। এরপর ৬৭ মিনিটে ইল্কে গুন্দোগানের পাস থেকে বল জালে জড়িয়ে ম্যান সিটিকে অক্সিজেন দেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। সমতায় ফেরে ম্যান সিটি। দশ মিনিট পর করিম বেঞ্জেমার গোল আটকে দেন সিটির গোলকিপার এডেরসন। এরপর দুই দল আরও কয়েকবার আক্রমণে উঠলেও আর গোল হয়নি। শেষ অবধি রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার সিটির সেমিফাইনালের প্রথম লেগ শেষ হয় ১-১ ড্র-দিয়ে।