
নয়াদিল্লি: দেশের দুই জনপ্রিয় খেলার পোস্টার বয় তাঁরা। সুনীল ছেত্রী (Sunil Chettri) এবং বিরাট কোহলি (Virat Kohli)। দেশের এই দু’জন ক্রীড়া ব্যক্তিত্ব ফিটনেস ফ্রিক। পাশাপাশি বন্ধুত্বটাও অটুট। একে অপরকে বিভিন্ন বিষয়ে টিপস দিয়ে থাকেন। প্রকাশ্যে একে অপরের প্রশংসা করার কোনও সুযোগ মিস করেন না। ফিটনেস নিয়েই সম্প্রতি ইনস্টাগ্রামে দু’জনের কথোপকথন সমর্থকদের বেশ মনে ধরেছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন সুনীল ছেত্রী। ভিডিওতে নিজেই নিজের ফিটনেসের প্রশংসা করেন। মজার ছলেই বলেন, পরেরবার তাঁর বয়স নিয়ে যেন কেউ কথা না বলেন। ভিডিওর নীচে মন্তব্য বক্সে বিরাট লিখলেন, ‘লিজেন্ড’। এই মন্তব্যের উত্তর দিয়েছেন ছেত্রী।
ভারতীয় ফুটবলের বর্তমান সেরা স্ট্রাইকার ৩৭ বছর বয়সেও অসাধারণ ফিটনেস ধরে রেখেছেন। ফিটনেসের দিক থেকে দলের কমবয়সী ফুটবলারদের গুণে গুণে দশ গোল দিতে পারেন। মাঠে তাঁর পারফরম্যান্সই এর প্রমাণ। ইনস্টা ভিডিও মজার ছলে সুনীল জানিয়েছেন, কীভাবে ট্রেনিংয়ের সময় কমবয়সী টিমমেটদের পিছনে ফেলে দিয়েছেন। যাঁরা সুনীলের থেকে অন্তত ১০ বছরের ছোটো। ভিডিওতে সুনীলকে বলতে শোনা যায়, “গত একমাস ধরে আমি ইউরোপে ছুটি কাটাচ্ছি। সবকিছু খেয়েছি। এখানে পাঁচদিনের ট্রেনিংয়ে আমাদের একটি পরীক্ষা ছিল।” এরপর পিছনে বসে থাকা তিনজন ফুটবলারকে জিজ্ঞাসা করেন, “তোমাদের বয়স কত? ২২, ২১, ২০। এরা কেউ আমাকে পরীক্ষায় হারাতে পারেনি। আমি স্কোর বলব না। কারণ সেটা অস্বস্তিদায়ক। এরা সকলেই ৪০ বছরের লোকের কাছে হেরে গিয়েছে। পরেরবার আমাকে বুড়ো বলার আগে ভেবে দেখবে।” ভিডিও-র ক্যাপশনে লেখা, “ক্যাপ্টেন>ব্লাডি জুনিয়র্স।”
মজার সেই ভিডিও-তে মন্তব্য করা থেকে নিজেকে রুখতে পারলেন না বিরাট। কমেন্ট বক্সে বিরাট লেখেন, “হাহা, লেজেন্ড।” তাঁর উত্তরে দেশের আইকনিক ফুটবলার লেখেন, “সব ব্রকোলি এবং পালং শাকের কামাল। সেই আদার স্বাদের ব্যাপারে কি বলবে? চিয়ার্স চ্যাম্প।” অতীতে একবার ছেত্রী বলেছিলেন, তিনি ভেগান ডায়েটে চলে গিয়েছেন। আর এতে বিরাট তাঁকে সাহায্য করেছিলেন। বিরাটের মতোই পশুপ্রেমী কলকাতার জামাই।