East Bengal: ভালো খেলার ‘আশ্বাস’ দিচ্ছেন ইস্টবেঙ্গল গোলরক্ষক

Kamaljit Singh: গোয়া ভালো ছন্দে রয়েছে। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-১ গোলে হারিয়েছে এফসি গোয়া। এমন পরিস্থিতি ইস্টবেঙ্গলের জন্য ঘরে বাইরে লড়াইটা খুবই কঠিন। কী করলে দলের হাল ফিরবে এবং সমর্থকরা ফের মাঠমুখো হবেন, দুটোই কঠিন প্রশ্ন। সমর্থকদের ফেরাতে বার্তা দিচ্ছেন কমলজিতও।

East Bengal: ভালো খেলার 'আশ্বাস' দিচ্ছেন ইস্টবেঙ্গল গোলরক্ষক
Image Credit source: East Bengal
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 8:26 PM

ফতোরদা : ইস্টবেঙ্গলের হাল কবে ফিরবে! দলকে ধারাবাহিক ভালো খেলতে দেখার সৌভাগ্য ইস্টবেঙ্গল সমর্থকদের হবে কী না, এই নিয়েও প্রশ্ন রয়েছে। গত কয়েক বছর ধারাবাহিক ব্যর্থতা। প্রতি বছর নতুন শুরুর প্রত্যাশা ক্রমশ হতাশায় পরিণত হয়। এ বারও ইন্ডিয়ান সুপার লিগে ১৪ ম্যাচ খেলে মাত্র ৪টি জয়। ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ম্যাচের আগে যেমনটা বলেন, দলের পারফরম্য়ান্সে তার ছাপ পাওয়া যায় না। ব্য়তিক্রম বলা যেতে পারে ক্লেটন সিলভা ও নাওরেম মহেশ। যদিও দ্বিতীয় জনের পারফরম্য়ান্সও গত কয়েক ম্যাচে হতাশার। বৃহস্পতিবার ফতোরদা স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া। মাঝে কয়েক ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পাওয়া যায়নি দলের এক নম্বর গোলরক্ষক কমলজিৎ সিংকে। গোয়া ম্যাচের আগে ইস্টবেঙ্গল গোলরক্ষক আশ্বাস দিচ্ছেন, এই ম্যাচে ভালো খেলতে মরিয়া চেষ্টা করবে দল। কমলজিৎ আরও যা বললেন, তুলে ধরল TV9Bangla

আইএসএলে এ বারের মরসুমে ১৪ ম্যাচের মধ্যে ১০টি হার। পয়েন্ট টেবলে ৯ নম্বরে ইস্টবেঙ্গল। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধেও খেলেছেন কমলজিৎ। একাদশে ফেরা প্রসঙ্গে কমলজিৎ বলছেন, ‘দলের সাপোর্ট স্টাফদের কৃতজ্ঞতা জানাতেই হবে। না হলে এত দ্রুত ফিট হয়ে ফিরতে পারতাম না। প্রতিটা সেভ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমারও আত্মবিশ্বাস বাড়িয়েছে। ম্যাচটা জিততে পারলে খুশি হতাম।’

দলের হতশ্রী পারফরম্য়ান্সে সমর্থকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ঘরের মাঠেও সমর্থকদের উপস্থিতি ক্রমশ কমছে। অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে লড়াই আরও কঠিন। গোয়া ভালো ছন্দে রয়েছে। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-১ গোলে হারিয়েছে এফসি গোয়া। এমন পরিস্থিতি ইস্টবেঙ্গলের জন্য ঘরে বাইরে লড়াইটা খুবই কঠিন। কী করলে দলের হাল ফিরবে এবং সমর্থকরা ফের মাঠমুখো হবেন, দুটোই কঠিন প্রশ্ন। সমর্থকদের ফেরাতে বার্তা দিচ্ছেন কমলজিতও। বলছেন, ‘আমরা সকলে মিলেই প্রচণ্ড পরিশ্রম করছি যাতে মাঠে নেমে ভালো পারফর্ম করতে পারি। এটা একটা প্রক্রিয়া। দলের বেশির ভাগই প্রথম বার এক সঙ্গে খেলছি। সমর্থকরা পাশে থাকলে, আমরা ভালো জায়গায় টুর্নামেন্ট শেষ করতে পারবো, এটুকু ভরসা রয়েছে। সমর্থকদের পাশে চাই।’