FIFA under-17 Women’s World Cup: অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে মরণ-বাঁচন ম্যাচ ভারতের

Team India: ভারত যেমন প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে, তেমনই মরক্কো প্রথম ম্যাচে হেরেছে ব্রাজিলের কাছে। ভারত-মরক্কো দু-দলের কাছেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ। ভারতীয় দলের কোচ থমাস ডেনার্বির বিশ্বাস, এই ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব।

FIFA under-17 Women’s World Cup: অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে মরণ-বাঁচন ম্যাচ ভারতের
মরক্কো ম্যাচের প্রস্তুতিতে ভারতের মেয়েরা।Image Credit source: AIFF

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 14, 2022 | 7:00 AM

ভুবনেশ্বর : যে কোনও প্রতিযোগিতার শুরুটা ভালো হওয়া খুবই জরুরি। পরবর্তী ধাপের জন্য আত্মবিশ্বাস পাওয়া যায়। বিশ্বকাপের মতো মঞ্চে কতটা জরুরি, বোঝানো কঠিন। অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে (under-17 Women’s World Cup) প্রথম বার খেলছে ভারত। ঘরের মাঠে প্রতিযোগিতার শুরুটাই ভালো হয়নি ভারতের (Team India)। এত দিনের অপেক্ষা, পরিশ্রম, প্রস্তুতি। বিশ্বকাপের শুরুটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৮ গোলে হেরে। এই বিশ্বকাপ থেকে ফল যাই হোক, ভারতের পাওয়ার অনেক কিছু রয়েছে। ভারতের মেয়েরা এই খেলার প্রতি আকর্ষিত হতে পারে। তারাও নতুন প্রজন্ম স্বপ্ন দেখতে পারে বিশ্বকাপ খেলার। শুধুমাত্র আয়োজক হিসেবে নয়, বরং নিজেদের পারফরম্যান্সে বিশ্বকাপ খেলার তাগিদ জন্মাতে পারে। বিশ্বকাপের শুরুটা যেমনই হোক, আজ মরক্কোর (Morocco) বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতের মেয়েরা।

ভারত যেমন প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে, তেমনই মরক্কো প্রথম ম্যাচে হেরেছে ব্রাজিলের কাছে। ভারত-মরক্কো দু-দলের কাছেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ। ভারতীয় দলের কোচ থমাস ডেনার্বির বিশ্বাস, এই ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব। ভারতের কোচ বলছেন, ‘আমাদের সামনে দারুণ সুযোগ রয়েছে। সঠিক মানসিকতা নিয়ে খেললে এই ম্যাচে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারব। লড়াই ছাড়া আর কোনও পথ খোলা নেই আমাদের সামনে।’ প্রথম ম্যাচে ভারত মূলত সমস্যায় পড়েছিল প্রতিপক্ষের গতির কাছে। টুর্নামেন্টে প্রথম ম্যাচ হওয়ায় মানসিকভাবেও ভারতীয় দল কিছুটা পিছিয়ে ছিল বলে মনে করেন কোচ। তবে মরক্কো ম্যাচও কোনওভাবেই সহজ হবে না। ব্রাজিলের কাছে মাত্র ১ গোলে হেরেছে মরক্কো। ভারত সেখানে ৮ গোল খেয়েছে আমেরিকার কাছে। মানসিকভাবে অনেকটাই এগিয়ে থেকে নামবে মরক্কো। ভারতীয় শিবির তবু আশাবাদী।

থমাস ডেনার্বি বলেন, ‘মরক্কো শক্তিশালী দল, এ বিষয়ে সন্দেহ নেই। ওদের রক্ষণভাগ খুবই শক্তিশালী। পাসিং ফুটবলেও দুর্দান্ত। ব্রাজিলের বিরুদ্ধে ওদের খেলা দেখেছি। ওদের বিরুদ্ধে গোল করা খুবই কঠিন হবে। তবে আমাদের কাছে এই ম্য়াচটা খুবই গুরুত্বপূর্ণ। জিততে না পারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হবে। মেয়েদের অনেক খোলা মনে খেলতে হবে। গোলের প্রতিটা সুযোগ কাজে লাগাতে হবে। ওরা যদি ভয়ে ভয়ে খেলে, বল হোল্ড করতে না পারে, সেখানেই কার্যত ম্যাচটা হেরে বসবে।’ তবুও কোচ ডেনার্বি মনে করেন মরক্কোর বিরুদ্ধেই ঘুরে দাঁড়ানোর সেরা সুযোগ। ভারতীয় দলের কোচ বলছেন, ‘সমর্থকদের হয়তো মনে হতেই পারে গত ম্যাচে আমরা একেবারেই ভালো খেলিনি। আমাদের কাছে প্রমাণের সুযোগ রয়েছে, অনেক ভালো ফুটবল খেলতে পারি আমরা।’