Stephen Constantine: আশা-হত! মর্যাদার জন্য লড়াই, বলছেন ইস্টবেঙ্গল কোচ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 25, 2023 | 8:51 PM

East Bengal: এখনও বেশ কিছু ম্যাচ বাকি। এই মরসুমে আর কোনও আশা না থাকলেও, ভবিষ্যতের জন্য আশাবাদী স্টিফেন। পরের মরসুমে এই দল ভালো পারফর্ম করবে এমনটাই প্রত্যাশা ইস্টবেঙ্গল কোচের।

Stephen Constantine: আশা-হত! মর্যাদার জন্য লড়াই, বলছেন ইস্টবেঙ্গল কোচ
Image Credit source: ISL, FILE

Follow Us

ফতোরদা : ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ছয়ে থাকার আশা কি পুরোপুরি ছেড়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ? স্টিফেন কনস্ট্যান্টাইনের বক্তব্যে এমনটাই মনে হচ্ছে। এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘এ বার গর্বের জন্য লড়াই করবেন।’ গত দু-বছরই আইএসএলে হতাশার পারফরম্যান্স ছিল ইস্টবেঙ্গলের। এ বার কোচ করে আনা হয় ভারতীয় দলের দায়িত্ব সামলানো স্টিফেন কনস্ট্যান্টাইনকে। তাতেও অবশ্য পরিস্থিতিতে কোনও পরিবর্তন হয়নি। এ বারের আইএসএলে প্রথম ১৪ ম্যাচে ৪টি মাত্র জয়। বাকি সব ম্যাচেই হার। সমর্থকরাও মুখ ফেরাচ্ছেন। হাল ছেড়ে দিচ্ছেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও? ঘরের মাঠে গোয়ার কাছে হেরেছিল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচেও আশার আলো দেখা যাচ্ছে না। এফসি গোয়া ম্যাচের আগে কী বলছেন ইস্টবেঙ্গল কোচ! তুলে ধরল TV9Bangla

প্রথম লেগে এফসি গোয়ার কাছে হার নিয়ে চিন্তিত নন স্টিফেন। বরং সেটাকে অতীত হিসেবেই দেখছেন। বলছেন, ‘গোয়ার বিরুদ্ধে আগে যে ম্যাচটা খেলেছিলাম, সেটি লিগে আমাদের দ্বিতীয় ম্যাচ ছিল। সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলার পর এফসি গোয়ার বিরুদ্ধে নামছি। পরিস্থিতি পুরোটাই আলাদা। দলগুলিও উন্নতি করেছে, অনেক পরিবর্তন হয়েছে। এফসি গোয়া দলেও অনেক পরিবর্তন হয়েছে। ওরা প্লে-অফের জন্য লড়াই করছে। আমরা মর্যাদার জন্য লড়ছি। আমার মনে হয়, খুবই কঠিন ম্যাচ হতে চলেছে আমাদের কাছে। তবে আমরা এ খানে হারতে আসিনি।’

এখনও বেশ কিছু ম্যাচ বাকি। এই মরসুমে আর কোনও আশা না থাকলেও, ভবিষ্যতের জন্য আশাবাদী স্টিফেন। পরের মরসুমে এই দল ভালো পারফর্ম করবে এমনটাই প্রত্যাশা ইস্টবেঙ্গল কোচের। স্টিফেন কনস্ট্যান্টাইন আরও বলছেন, ‘যখন থেকে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছি, দলকে ভালো ভাবে চেনার চেষ্টা করেছি। এই মরসুমের তুলনায় আগামী বছর আমরা খুবই ভালো জায়গায় থাকব। ইতিমধ্যেই নিজেদের লক্ষ্যগুলোকে চিহ্নিত করেছি আমরা। এ বছর কার্যত একজন খেলছে। আগামী মরসুমে সব পরিস্থিতি বদলে যাবে। ধারাবাহিকতা এবং একই দল ধরে রাখার জন্যই এমনটা হতে পারে।’

Next Article