গোয়া: আইএসএল এখন ইস্টবেঙ্গলের কাছে নক আউট। পয়েন্ট নষ্ট মানে প্লে অফের আশা শেষ। তাই শুক্রবার এফ সি গোয়ার বিরুদ্ধে ম্যাচ লাল-হলুদের কাছে কার্যত মাস্ট উইন। অন্য দিকে, টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে ফাউলারের দলের বিরুদ্ধে নামছে এফ সি গোয়া।
সাত ম্যাচ অপরাজিত থাকার পর আগের ম্যাচেই মুম্বইয়ের কাছে হেরেছে এসসি ইস্টবেঙ্গল। লিগ লিডারদের কাছে হারলেও ম্যাচে দাপট দেখিয়েছিল ফাউলারের দল। শেষ মিনিট অবধি লড়াই করেছিল লাল-হলুদ। লিগ তালিকার তিন নম্বরে থাকা এফ সি গোয়ার বিরুদ্ধে নামার আগে সেই লড়াইটাই তাতাচ্ছে ব্রাইট এনোবাখারেদের।
প্রথম পর্বে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল এক-এক গোলে। লাল-হলুদকে ১০ জনে পেয়েও হারাতে পারেনি গোয়া। আইএসএলের অন্যতম সেরা গোল করেছিলেন ব্রাইট। দ্বিতীয় পর্বেও নাইজেরিয়ান গোলমেশিনের কাছ থেকে গোল চাইছেন টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন:হার্দিকের বিমানসঙ্গী ছ’মাসের অগস্ত্য
কার্ড সমস্যায় লাল-হলুদের বিরুদ্ধে খেলতে পারছেন না গোয়ার সেন্ট্রাল ডিফেন্ডার ইভান গঞ্জালেস। চোটের জন্য অনিশ্চিত জেমস ডোনাচিও। কার্ড দেখায় রিজার্ভ বেঞ্চে থাকবেন না কোচ জুয়ান ফেরান্ডোও। সেটাকে কাজে লাগিয়ে গোয়ার বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ফাউলারের দল। একটা জয় ইস্টবেঙ্গলকে ফিরিয়ে দিতে পারে প্লে অফের দৌড়ে। এটাই এখন তাতাচ্ছে পিলকিংটনদের।
গোয়া: আইএসএল এখন ইস্টবেঙ্গলের কাছে নক আউট। পয়েন্ট নষ্ট মানে প্লে অফের আশা শেষ। তাই শুক্রবার এফ সি গোয়ার বিরুদ্ধে ম্যাচ লাল-হলুদের কাছে কার্যত মাস্ট উইন। অন্য দিকে, টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে ফাউলারের দলের বিরুদ্ধে নামছে এফ সি গোয়া।
সাত ম্যাচ অপরাজিত থাকার পর আগের ম্যাচেই মুম্বইয়ের কাছে হেরেছে এসসি ইস্টবেঙ্গল। লিগ লিডারদের কাছে হারলেও ম্যাচে দাপট দেখিয়েছিল ফাউলারের দল। শেষ মিনিট অবধি লড়াই করেছিল লাল-হলুদ। লিগ তালিকার তিন নম্বরে থাকা এফ সি গোয়ার বিরুদ্ধে নামার আগে সেই লড়াইটাই তাতাচ্ছে ব্রাইট এনোবাখারেদের।
প্রথম পর্বে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল এক-এক গোলে। লাল-হলুদকে ১০ জনে পেয়েও হারাতে পারেনি গোয়া। আইএসএলের অন্যতম সেরা গোল করেছিলেন ব্রাইট। দ্বিতীয় পর্বেও নাইজেরিয়ান গোলমেশিনের কাছ থেকে গোল চাইছেন টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন:হার্দিকের বিমানসঙ্গী ছ’মাসের অগস্ত্য
কার্ড সমস্যায় লাল-হলুদের বিরুদ্ধে খেলতে পারছেন না গোয়ার সেন্ট্রাল ডিফেন্ডার ইভান গঞ্জালেস। চোটের জন্য অনিশ্চিত জেমস ডোনাচিও। কার্ড দেখায় রিজার্ভ বেঞ্চে থাকবেন না কোচ জুয়ান ফেরান্ডোও। সেটাকে কাজে লাগিয়ে গোয়ার বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ফাউলারের দল। একটা জয় ইস্টবেঙ্গলকে ফিরিয়ে দিতে পারে প্লে অফের দৌড়ে। এটাই এখন তাতাচ্ছে পিলকিংটনদের।