কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। সোমবার বিকেলে তিলোত্তমায় পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। তাঁকে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ২ দিনের কলকাতা (Kolkata) সফরে শহরের আনাচে কানাচে যাবেন ডিবু। এই প্রথম বার কলকাতায় এলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর কলকাতায় কোনও বিদেশি ফুটবলার, ক্রিকেটার এলে তাঁর পাতে বাঙালি খাবার থাকবে না, তেমনটা কখনও হয়নি। এ বারও হবে না। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত জানিয়েছেন কলকাতা সফরে এমির পাতে থাকবে কোন কোন খাবার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বাঙালি রেস্তোরাঁ সপ্তপদী থেকে খাবার বানানো হচ্ছে ডিবুর জন্য। এই ২ দিনের কলকাতা সফরে একাধিক জিভে জল আনা খাবার চেখে দেখার সুযোগ পাবেন এমি। চলুন এক এক করে জেনে নেওয়া যাক এমিলিয়ানো মার্টিনেজের পাতে থাকছে কোন কোন খাবার?
কলকাতায় এমির জন্য যে খাবারের একাধিক বিকল্প থাকবে, এমনটাই স্বাভাবিক। কিন্তু ফিটনেস সচেতন এমি এতকিছু খেতে পারবেন না। ফলে তিনি কলকাতার কোন খাবর মুখে তুলে নেন, সেটাই আসল ব্যাপার।