FIFA World Cup 2022: কাতারে কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি-রোনাল্ডো?

Lionel Messi-Cristiano Ronaldo: আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে এবং মেসি সব ম্যাচেই খেলেন, সে ক্ষেত্রে ছাপিয়ে যেতে পারেন বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ (২৫) খেলা জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউজকে।

FIFA World Cup 2022: কাতারে কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি-রোনাল্ডো?
Image Credit source: twitter

| Edited By: তিথিমালা মাজী

Nov 17, 2022 | 9:34 AM

কলকাতা : এখন কি আর দিনের হিসেব! নাকি ঘণ্টার? ২০ নভেম্বর কাতারে (Qatar World Cup 2022) শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের মহাযজ্ঞের জন্য প্রস্তুত সারা বিশ্ব। সুন্দর খেলার পাশাপাশি নজর থাকবে বিশ্ব ফুটবলের দুই শিল্পী লিওনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দিকে। এ বারের বিশ্বকাপে নানা রেকর্ড গড়তে পারেন এই দুই মহাতারকা। ৩২ দলের এই প্রতিযোগিতা শেষে সেরার ট্রফি উঠবে কোনও এক দলের হাতেই। অনেক রেকর্ড ভাঙা গড়ার খেলা হবে। কেউ বা মাইলফলক ছোঁবেন। কোন কোন রেকর্ড দেখা যেতে পারে এ বারের বিশ্বকাপে? তারই খোঁজে TV9Bangla

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো : বর্তমানে বিশ্বের সেরা তিন ফুটবলারের প্রসঙ্গ উঠলে, যে নামগুলি উঠবে তার মধ্যে অবশ্যই একজন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মরসুমের মাঝপথে বিশ্বকাপ। এক দিকে যেমন ইতিবাচক দিক, তেমনই এর নেতিবাচক দিকও রয়েছে। বহু ফুটবলার চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন, কেউ বা স্কোয়াড ঘোষণার পর। ইতিবাচক দিক হল, ফুটবলাররা প্রস্তুতির মধ্য়েই রয়েছেন। যদিও রোনাল্ডোর প্রস্তুতি সে ভাবে হয়নি। ক্লাব ফুটবলে ম্যান ইউ তারকা রোনাল্ডোকে এ মরসুমে কার্যত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে। হাতে গোনা কিছু ম্যাচে সুযোগ পেয়েছেন পরিবর্ত হিসেবে নামার। বিশ্বকাপে তাঁর কাছে রেকর্ড গড়ার সুযোগ। কাতারে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছেন তিনি। পুরুষদের টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি আলাদা বিশ্বকাপে গোলের নজির গড়ার সুযোগ রয়েছে রোনাল্ডোর। ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮। প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন। চারটি আলাদা বিশ্বকাপে গোলের নজির রয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলে (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০), জার্মানির মিরোস্লাভ ক্লোজে (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪) এবং উই সিলারের (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০)। কাতারে অন্তত একটি গোল করলেই রেকর্ড গড়বেন সিআর সেভেন। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের নজির তাঁর দখলেই। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক (৩৩ বছর ১৩০ দিন) করেছিলেন রোনাল্ডো। এ বার নিজের নজির ছাপিয়ে যাওয়ারও সুযোগ থাকছে তাঁর সামনে।

লিওনেল মেসি : বর্তমান প্লেয়ারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির রয়েছে আর্জেন্টিনা অধিনায়কের (১৯)। রোনাল্ডোর থেকে দু-ম্যাচ বেশি। সেই নজির ধরে রাখতে তাঁর চোট মুক্ত থাকা এবং বিশ্বকাপে আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার উপরও নির্ভর করবে। জার্মানির থমাস মুলার এবং ম্যানুয়েল ন্যুয়ের ১৬টি করে ম্যাচ খেলেছেন। তালিকায় মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আরও অনেকেই। ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলেছিলেন। আর্জেন্টিনার হয়ে এটিই সর্বাধিক। কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ মেসির সামনে। আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে এবং মেসি সব ম্যাচেই খেলেন, সে ক্ষেত্রে ছাপিয়ে যেতে পারেন বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ (২৫) খেলা জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউজকে।