Pau Cubarsi: ১৬ বছরে বার্সার সিনিয়র টিমে! পাও কুবার্সি নামের এই বাচ্চা ছেলেকে চেনেন?

Barcelona: ২০০৭ সালের ২২ জানুয়ারি গিরোনাতে জন্ম টিন এজার ডিফেন্ডারের। বেটিসের হয়ে তাঁর অভিষেক ম্যাচে টিম জিতল। তার থেকেও বড় কথা হল, এই কুবার্সি মন জয় করে নিয়েছেন সমর্থকদের। ভবিষ্যৎ উজ্জ্বল বলছেন বিশেষজ্ঞরা। আর প্রাক্তনরা বলছেন, এই ছেলে স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ। ১৬ বছরেই পেশাদার জগতে খেলতে নেমে চমকে দেওয়া এই কুবার্সি কে?

Pau Cubarsi: ১৬ বছরে বার্সার সিনিয়র টিমে! পাও কুবার্সি নামের এই বাচ্চা ছেলেকে চেনেন?
১৬ বছরে বার্সার সিনিয়র টিমে! পাও কুবার্সি নামের এই বাচ্চা ছেলেকে চেনেন?Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 1:14 PM

কলকাতা: ১৭ বছর ৩ মাস ২২ দিনে ফুটবল গ্রহে পা রেখেছিলেন তিনি। বাকিটা ইতিহাস। কিংবদন্তি থেকে তাঁকে কেউ কেউ এই গ্রহের সর্বকালের সেরা ফুটবলারও বলতে শুরু করেছিলেন। বার্সেলোনার হয়ে সিনিয়র টিমে অভিষেক আজও ভোলেননি লিওনেল মেসি। বার্সার হয়ে তাঁর থেকেও কম বয়সে আর ফুটবলারের অভিষেক হল। মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র হয়ে রিয়াল বেটিসের বিরুদ্ধে লা লিগায় খেলতে নামলেন পাও কুবার্সি (Pau Cubarsi)। ২০০৭ সালের ২২ জানুয়ারি গিরোনাতে জন্ম টিন এজার ডিফেন্ডারের। বেটিসের হয়ে তাঁর অভিষেক ম্যাচে টিম জিতল। তার থেকেও বড় কথা হল, এই কুবার্সি মন জয় করে নিয়েছেন সমর্থকদের। ভবিষ্যৎ উজ্জ্বল বলছেন বিশেষজ্ঞরা। আর প্রাক্তনরা বলছেন, এই ছেলে স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ। ১৬ বছরেই পেশাদার জগতে খেলতে নেমে চমকে দেওয়া এই কুবার্সি কে?

গিরোনার যুব অ্যাকাডেমি থেকেই উত্থান পাও কুবার্সির। সেখান থেকে ২০১৮ সালে বার্সেলোনার অ্যাকাডেমিতে পা দেন তিনি। শুরু থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন যুব অ্যাকাডেমির কোচরা। গত বছর এপ্রিল মাসে জাভির চোখে পড়ে যান। তাঁকে সিনিয়র টিমের সঙ্গে প্র্যাক্টিস করতে বলেন বার্সা কোচ। গত বছর ৮ জুলাই তিনি ক্লাবের চুক্তিতেও সই করেন। প্রতিভাবান ফুটবলার অবশ্য আগেই সিনিয়র হয়ে খেলে ফেলেছেন। কোপা দেল রে-তে উইনিওনিস্তাসের বিরুদ্ধে চোট পাওয়া আন্দ্রেয়াস ক্রিস্টানসেনের পরিবর্ত হিসেবে মাঠে নামেন কুবার্সি। শুধু তাই নয়, বার্সার ৩-১ জেতা ম্যাচে একটা গোলও করান। সেই তাঁরই এ বার বার্সার হয়ে লা লিগাতেও অভিষেক হয়ে গেল। রোনাল্ডো আরাউজোর সঙ্গে স্টপার হিসেবে শুরু থেকে খেলেন রিয়াল বেটিসের বিরুদ্ধে। কোচ জাভিও আবার ইথিহাস তৈরি করে ফেলেছেন। ১৭ বছরের কম বয়সী দুই ফুটবলারকে একসঙ্গে খেলিয়েছেন। শুধু কুবার্সিই নন, লা লিগার এই ম্যাচে লামিন ইয়ামাল ১৬ বছর ১৯২ দিন বয়সে খেলেছেন।

রবার্ট লেভানডস্কি, ফেরান তোরেসের সঙ্গে ফরোয়ার্ড হিসেবে ইয়ামালের খেলা প্রত্যাশিতই ছিল। কিন্তু কুবার্সির অভিষেক বেশ চমকে দেওয়া ঘটনা। জাভি বলেও দিচ্ছেন, ‘ইয়ামালকে খেলার সিদ্ধান্তের মধ্যে কোনও চমক ছিল না। ও তৈরি। তবে ইয়ামাল, হেক্টর ফোর্ট, মার্ক গুইয়ের মতো কুবার্সিও যে তৈরি, সেটা নিয়েও কোনও সন্দেহ নেই। আমাদের অ্যাকাডেমি খনির মতো। এই বাচ্চা ছেলেগুলোকে খেলানো দরকার। সেটাই করেছি। সিদ্ধান্ত কাজেও লেগেছে।’