FIFA World Cup 2022: মেসি, নেইমার, রোনাল্ডো, কে হবেন কাতারের সেরা ফুটবলার?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 29, 2022 | 9:30 AM

সোনার বলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনার বল? লিওনেল মেসি, নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার?

FIFA World Cup 2022: মেসি, নেইমার, রোনাল্ডো, কে হবেন কাতারের সেরা ফুটবলার?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: বিতর্কের কাতারে অনেক কিছু মজুত। ক্ষোভ, উষ্মাও কম নেই সে সব নিয়ে। তাই বলে কি বিশ্বকাপ বর্ণহীন হয়ে গিয়েছে? না, তা কোনও ভাবেই নয়। বরং, কাতারের রংয়ে মিলে মিশে গিয়েছে অনেক কিছুই। কাতারকে অঘটনের বিশ্বকাপ (Qatar World Cup 2022) বললে ভুল হবে না। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচেই হেরে গিয়েছে সৌদি আরবের কাছে। চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে জাপান। মরক্কোর কাছে হেরেছে নেদারল্যান্ডস। ঘটনার ঘনঘটায় কোন টিম শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে? তার জন্য অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। তার আগে চোখ রাখা যেতে পারে তারকাদের দিকে। সাফল্যের সরণিতে কারা হাঁটতে শুরু করেছেন? নিজেদের বিভাগে কারা হতে পারেন সেরা? খোঁজ দিল TV9 Bangla

সোনার বলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনার বল? লিওনেল মেসি, নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার? নাকি সব হিসেব উল্টে দিয়ে কিলিয়ান এমবাপের মতো অন্য কেউ উঠে পড়বেন মঞ্চে? কে এগিয়ে, কে পিছিয়ে— তালিকা তুলে ধরা হল…

সর্বোচ্চ স্কোরার

১) এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর)— ৩ গোল

২) কিলিয়ান এমবাপে (ফ্রান্স)— ৩ গোল

৩) লিওনেল মেসি (আর্জেন্টিনা)— ২ গোল

৪) বুকায়ো সাকা (ইংল্যান্ড)— ২ গোল

৫) ফেরান তোরেস (স্পেন)— ২ গোল

৬) মেহদি তারেমি (ইরান)— ২ গোল

৭) অলিভিয়ের জিরো (ফ্রান্স)— ২ গোল

৮) রিচার্লিসন (ব্রাজিল)— ২ গোল

৯) কোডি গাকপো (নেদারল্যান্ডস)— ২ গোল

১০) আন্দ্রে ক্রামারিচ (ক্রোয়েশিয়া)— ২ গোল

 

সবচেয়ে বেশি পেনাল্টি-বিহীন গোল

১) কিলিয়ান এমবাপে (ফ্রান্স)— ৩ গোল

২) আলভারো মোরাতা (স্পেন)— ২ গোল

৩) বুকায়ো সাকা (ইংল্যান্ড)— ২ গোল

৪) আন্দ্রে ক্রামারিচ (ক্রোয়েশিয়া)— ২ গোল

৫) রিচার্লিসন (ব্রাজিল)— ২ গোল

৬) এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর)— ২ গোল

৭) কোডি গাকপো (নেদারল্যান্ডস)— ২ গোল

৮) অলিভিয়ের জিরো (ফ্রান্স)— ২ গোল

 

সবচেয়ে বেশি অ্যাসিস্ট

১) ইভান পেরিসিচ (ক্রোয়েশিয়া)— ২

২) খর্দি আলবা (স্পেন)— ২

৩) থিও হার্নান্ডেজ (ফ্রান্স)— ২

৪) ব্রুনো ফের্নান্ডেজ (পর্তুগাল)—২

৫) হ্যারি কেন (ইংল্যান্ড)— ২

 

সবচেয়ে বেশি সেভ

১) ওসিচেক স্কেজেনি (পোল্যান্ড)— ৮

২) সুইচি গোন্দা (জাপান)— ৮

৩) মিলান বোর্জান (কানাডা)— ৮

৪) আন্দ্রেয়িস নোপার্ট (নেদারল্যান্ডস)— ৭

৫) ভানা মিলিনকোভিচ-সেভিচ (সার্বিয়া)— ৭

 

সবচেয়ে বেশি টাচ খেলেছেন যাঁরা

১) আমেরিচ লাপোর্তে (স্পেন)— ২৬৪

২) রর্দি (স্পেন)— ২৬২

৩) খর্দি আলবা (স্পেন)— ২১৬

৪) জন স্টোনস (ইংল্যান্ড)— ২১৪

৫) লুকা শ (ইংল্যান্ড)— ২০৬

সেরা কে হবেন, সময় বলবে। কিন্তু তারকাদের জন্য মুখিয়ে থাকবে ফুটবল বিশ্ব। ঠিক তেমনই নতুন তারার খোঁজে যে কাতার নামবে, সন্দেহ নেই!

Next Article