Cristiano Ronaldo: ১২ বছর পর কেন ট্রফিহীন রোনাল্ডো?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 16, 2022 | 2:45 PM

রোনাল্ডোর কেরিয়ারে উত্থান-পতন কম নেই। গত ১১ বছর সাফল্য যেমন পেয়েছেন, ব্যর্থও হয়েছেন। তবে এ বারই প্রথম একটাও ট্রফি জিততে পারবেন না সিআর সেভেন।

Cristiano Ronaldo: ১২ বছর পর কেন ট্রফিহীন রোনাল্ডো?
Cristiano Ronaldo: ১২ বছর পর কেন ট্রফিহীন রোনাল্ডো?
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: দিন কয়েক আগেই পেশাদার ফুটবলে এক অনন্য ইতিহাস তৈরি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাব ও দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের বিশ্বরেকর্ড। টটেনহ্যামের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সিআর সেভেন। সেই উৎসব দীর্ঘস্থায়ী হল না। আতলেতিকো মাদ্রিদের কাছে ফিরতি লিগের ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) থেকে ছিটকে গেল রোনাল্ডোর টিম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ওল্ড ট্র্যাফোর্ডে আতলেতির কাছে ০-১ হার। সব মিলিয়ে ১-২ হেরে বিদায়। একা রোনাল্ডো নন, তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও এ বার চরম ব্যর্থ। পিএসজি ছিটকে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার থেকে। গত বারও বিশ্ব ফুটবলের দুই মহাতারকা কোয়ার্টারে পা রাখতে পারেননি। তবে, গোলের রেকর্ড করলেও রোনাল্ডোর হাত হয়তো এ বার শূন্যই থাকবে। একটাও ট্রফি জিততে পারবেন না। কারণ, ইপিএলের টেবলেও অনেক পিছনে রয়েছে টিম।

রোনাল্ডোর কেরিয়ারে উত্থান-পতন কম নেই। গত ১১ বছর সাফল্য যেমন পেয়েছেন, ব্যর্থও হয়েছেন। তবে এ বারই প্রথম একটাও ট্রফি জিততে পারবেন না সিআর সেভেন। গত ১১ বছরে যতই খারাপ হোক তাঁর অথবা টিমের হাল, একটা না একটা ট্রফি ঠিক জিতেছেন। তা এ বার হচ্ছে না। শুধু কি তাই, আতলেতির বিরুদ্ধে দ্বিতীয় দফার ম্যাচ মনে রাখতে চাইবেন না ৩৭ বছরের ফুটবলার। অন্যতম খারাপ ম্যাচ তাঁর কেরিয়ারের। ৯০ মিনিটে একটাও শট নিতে দেখা যায়নি রোনাল্ডোকে। এমন অনেক দিন পর দেখা গেল। দিনের হিসেব ধরলে, ৩৯৬৯ দিন এমন কোনও ম্যাচ খেললেন রোনাল্ডো যার ৯০ মিনিট জুড়ে কোনও শট নেননি। এতেই শেষ নয়, আতলেতিকো মাদ্রিদের পেনাল্টি বক্সে বলে একবারও পা ছোঁয়ানোর সুযোগ পাননি সিআর সেভেন। দুটো লেগের ম্যাচ যদি ধরা হয়, মাত্র দুটো বিপক্ষের গোলমুখী সফল শট নিয়েছেন রোনাল্ডো, তাও আবার বক্সের বাইরে থেকে।

কেরিয়ারের প্রান্তে এসে দাঁড়িয়েছেন রোনাল্ডো। যতই বলুন, চল্লিশ বছর পর্যন্ত খেলতে চাই, পেশাদার ফুটবলে ধীরে ধীরে কমে আসছে তাঁর সাফল্যের তেজ। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই তাঁর কেরিয়ার গ্রাফ পড়ছে। জুভেন্তাসে নিজে তেমন সাফল্য পাননি, ক্লাবকেও দিতে পারেননি। যে কারণে তাঁকে শেষ পর্যন্ত ছেড়ে দেয় ইতালির ক্লাব। এক যুগ পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরা গোল দিয়ে সেলিব্রেট করলেও যত সময় গিয়েছে, ততই ম্রিয়মান লেগেছে তাঁকে। তার উপর আবার নানা বিতর্কে জড়িয়েছেন, কোচের অপছন্দের তালিকাতেও চলে গিয়েছেন। সব মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডো খুব একটা খুশি নন। ম্যাঞ্চেস্টারের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে সিআর সেভেনের।

Next Article