
লা পাজ়: বিশ্বের অন্যতম উঁচু স্টেডিয়ামে নামার জন্য কি অক্সিজেন সিলিন্ডার লাগবে লিওনেল মেসিদের (Lionel Messi)? বুধবার গভীর রাতে বিশ্বকাপের (FIFA World Cup 2026) যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়ার (Bolivia Football Team) বিরুদ্ধে ম্যাচ আর্জেন্টিনার (Argentina Football Team)। মেসির টিমের বিরুদ্ধে এস্তাদিও হেরেরো সিলেসে খেলবে বলিভিয়া। লা পাজ়ের এই স্টেডিয়াম প্রায় ১২ হাজার ফুট উঁচুতে। এখানে খেলতে হলে অক্সিজেনের অভাব হতে পারে মেসিদের। একটাই টোটকা, অক্সিজেনের ছোট্ট সিলিন্ডার বা টিউব ব্যবহার করতে হবে আর্জেন্টিনা টিমের ফুটবলারদের। বিশ্বকাপের যোগ্যতা পর্ব লাতিন আমেরিকায় শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে ইকুইডরের বিরুদ্ধে মেসির দুরন্ত ফ্রি কিকে জিতেছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিরুদ্ধে জয়ের ধারা মেসিরা অব্যহত রাখতে পারবেন কিনা, সেটাই দেখার। TV9Bangla Sports এ বিস্তারিত।
২০১৭ সালে বলিভিয়ার লা পাজ়ে ওই স্টেডিয়ামে খেলেছিল ব্রাজিল টিম। ওই ম্যাচ গোলশূন্য শেষ হয়েছিল। ম্যাচের পর নেইমারদের ড্রেসিংরুমের একটি ছবি ভাইরাল হয়েছিল। সাজঘরে বসে সবাই সিলিন্ডার থেকে অক্সিজেন নিচ্ছেন। উচ্চতার কারণেই এটা করতে হয়েছিল। লা পাজ়ের স্টেডিয়াম ১২ হাজার ফুট উচ্চতায় হওয়ার কারণে অক্সিজেনের স্তর খুব পাতলা। যে কোনও সফরকারী টিম দ্রুত ওই পরিবেশনের সঙ্গে মানিয়ে নিতে পারে না। ব্রাজিলও পারেনি। সেই কারণেই ম্যাচের পর অক্সিজেন সিলিন্ডার থেকে বাড়তি অক্সিজেন নিতে হয়েছিল নেইমারদের। লা পাজ়ের উচ্চতা কারণে কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ পায় বলিভিয়া।
লা পাজ়ে খেলার জন্য পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা টিম। বলিভিয়ার রাজধানীতে পা দেওয়া ইস্তক যে অক্সিজেন সংক্রান্ত সমস্যা হচ্ছে মেসিদের, তা নিয়ে কোনও সন্দেহ নেই। টিম হোটেলে পৌঁছনো আর্জেন্টিনা টিমের সবাই হাতেই ছিল অক্সিজেন টিউব। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই এটা করতে হয়েছে। তবে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চমৎকার ছন্দে রয়েছে। মেসিও মন ভরিয়ে দিয়েছেন। বলিভিয়ার বিরুদ্ধে পরিবেশ সংক্রান্ত সমস্যা কাটিয়ে মেসিরা কেমন পারফর্ম করেন, দেখার জন্য অপেক্ষা করে রয়েছে ফুটবল প্রেমীরা।
The Argentina National Team players have arrived with the personal oxygen tubes due to the high altitude in Bolivia. 😬🇧🇴 pic.twitter.com/KydX1nhVzU
— ANDREW FORSBERG 🇬🇭🇸🇪 (@akillis21) September 12, 2023
বলিভিয়ার লা পাজ়ের স্টেডিয়াম প্রথমে ফিফার যোগ্যতা মান ছুঁতে পারেনি। ফিফার গাইডলাইনে বলা হয়েছিল, সমতল থেকে ৩০০০ মিটার উঁচুতে কোনও স্টেডিয়ামে আন্তর্তাজিক ফুটবল হবে না। সফরকারী টিম পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাবে না বলেই এই নিয়ম বলবৎ হয়েছিল। পরে সেই নিয়ম শিথিল করা হয়।