Lionel Messi: কেন বার্সেলোনায় আর ফিরবেন না লিওনেল মেসি?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 24, 2023 | 2:51 PM

স্প্যানিশ ক্লাবের হয়ে প্রচুর সাফল্য পেয়েছেন। সাফল্য দিয়েছেন ক্লাবকেও। কিন্তু বার্সা ছেড়ে সেই মেসিকেই (Lionel Messi) চলে যেতে হয়েছিল প্যারিস সাঁজাতে।

Lionel Messi: কেন বার্সেলোনায় আর ফিরবেন না লিওনেল মেসি?
Image Credit source: Twitter

Follow Us

বুয়েনস আইরেস: বার্সেলোনার যুব দল থেকেই উত্থান হয়েছিল তাঁর। সিনিয়র টিমে পা দেওয়ার পর দ্রুত সাফল্যের শিখরে উঠে পড়েছিলেন। ধীরে ধীরে বিশ্বের সেরা ফুটবলারের তালিকাতেও ঢুকে পড়েছিলেন লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবের হয়ে প্রচুর সাফল্য পেয়েছেন। সাফল্য দিয়েছেন ক্লাবকেও। কিন্তু বার্সা ছেড়ে সেই মেসিকেই (Lionel Messi) চলে যেতে হয়েছিল প্যারিস সাঁজাতে। সেও ছিল এক নায়কীয় পরিস্থিতি। বার্সা ছাড়ার আগে শেষ যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, তাতে কেঁদে ফেলেছিলেন এলএম টেন। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে আসছে আর্জেন্টেনিয়ানের। ট্রান্সফার মার্কেটে গুঞ্জন, মেসি ফিরতে পারেন বার্সেলোনায় (Barcelona)। তা কি সম্ভব? কী বলছে মেসির ঘনিষ্ঠমহল? তুলে ধরল TV9 Bangla

বার্সেলোনার হয়ে এক যুগেরও বেশি সময় ধরে খেলেছেন মেসি। স্প্যানিশ ক্লাব তো বটেই, বিশ্বের ক্লাব ফুটবলেও তিনি অন্যতম সফল ফুটবলার। ৭৭৮টা ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। করেছেন ৬৭২টা গোল। সঙ্গে ৩০৩টা গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। সেই মেসি তার পরও খুশি নন তাঁর পুরনো ক্লাব নিয়ে। এই দু’বছরে পরিস্থিতি পাল্টে গিয়েছে অনেকটাই। বার্সা যেমন নতুন প্রজন্মকে সামনে রেখে এগিয়ে যেতে শুরু করেছে। তেমনই মেসিও বিশ্ব ফুটবলে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ফেলেছেন। কাতার বিশ্বকাপ জিতে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন। সেই সঙ্গে মেসিও এসে গিয়েছেন তাঁর ফুটবল জীবনের প্রান্তিক স্টেশনে। এই পরিস্থিতিতে মেসি যে আর নতুন করে ফিরে যেতে চাইছেন না বার্সায়া, তা খানিকটা হলেও স্পষ্ট।

মেসির এক ঘনিষ্ঠ সাংবাদিক গাটসন এদুল দাবি করেছেন, পিএসজি যদি ছাড়তেও হয়, তা হলেও বার্সেলোনায় ফিরবেন না মেসি। তার অন্যতম কারণই হল, স্প্যানিশ ক্লাবের বোর্ড কর্তাদের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। গাটসনের কথায়, ‘এই মুহূর্তে মেসির সঙ্গে বার্সার বোর্ডের সম্পর্ক তলানিতে ঠেকেছে। মেসি ওর পুরনো ক্লাব বার্সেলোনাকে আজও একই রকম ভালোবাসে। কিন্তু পরিস্থিতি আর আগের মতো নেই। কর্তাদের সঙ্গে সম্পর্কও বেশ জটিল হয়ে গিয়েছে। তার কারণই হল, বার্সা আর ওর মধ্যে শেষটা ভালো ছিল না।’

অতীত যে মেসি ভুলতে পারেননি, তা বোঝাই যাচ্ছে। গাটসন বলছেনও, ‘সম্পর্ক ভালো না হওয়ার কারণেই মেসি আর ওর পুরনো ক্লাবে ফেরার কথা ভাবছে না। যাই ঘটুক না কেন, মেসিকে বার্সায় ফিরবে না।’

Next Article