Zinedine Zidane: আগামী মরসুমে মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান?

২০২০-২১ মরসুম শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ান জিদান। ইউরোপের নানা ক্লাবে কোচ হওয়ার গুঞ্জন শুনতে পাওয়া গেলেও শেষ পর্যন্ত আর কোচিংয়ে ফেরেননি। সেই জিদানই নাকি পিএসজির কোচ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন।

Zinedine Zidane: আগামী মরসুমে মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান?
আগামী মরসুমে মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান?Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 10, 2022 | 8:16 PM

প্যারিস: আগামী মরসুমে লিওনেল মেসি (Lionel Messi), নেইমারদের (Neymar) কোচ হতে পারেন জিনেদিন জিদান (Zinedine Zidane)? ফরাসি রেডিও কিন্তু তেমনই দাবি করছে। তাদের খবর অনুযায়ী, মোরিসিও পোচেত্তিনোর বদলে পিএসজির (PSG) কোচ হতে চলেছে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। পিএসজি অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেনি। ১৮ মাস আগে পিএসজির কোচ হয়েছিলেন পোচেত্তিনো। কিন্তু ফরাসি ক্লাবকে সাফল্য় দিতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করতে পারেননি। গত মরসুমে আবার শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। সে দিক থেকে দেখলে জিদান হতে পারেন বিকল্প কোচ, যিনি সাফল্য় এনে দিতে পারেন পিএসজিকে।

২০২০-২১ মরসুম শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ান জিদান। ইউরোপের নানা ক্লাবে কোচ হওয়ার গুঞ্জন শুনতে পাওয়া গেলেও শেষ পর্যন্ত আর কোচিংয়ে ফেরেননি। সেই জিদানই নাকি পিএসজির কোচ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিজেই জিদানকে পিএসজির কোচ হিসেবে দেখতে চান। তার একটা বড় কারণ কিলিয়ান এমবাপেকে পিএসজিতে রেখে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ফ্রেঞ্চ প্রেসিডেন্টের কথায়, ‘প্লেয়ার হিসেবে, কোচ হিসেবে জিদানের প্রতি আমার বরাবর শ্রদ্ধা রয়েছে। ওকে আমি ফরাসি ফুটবলে দেখতে চাই। ওর মতো প্রতিভাবান কোচ সেরা সাফল্য দিতে পারবে ফরাসি ফুটবলকে।’

শোনা যাচ্ছে, জিদান নাকি দুবাই উড়ে যাবেন খুব শিগগিরি পিএসজির সঙ্গে চূড়ান্ত চুক্তি সারতে। তা যে কতটা সত্যি, সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জিদানের এজেন্ট অ্যালাইন মিগলিয়াসিও কিন্তু পিএসজির গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন। কোচ হওয়ার দাবি খারিজ না করলেও তিনি বলছেন, চুক্তিতে সই করার ব্যাপারে কোনও কিছুই জানা নেই তাঁর। ‘এই সেই গুজব ভিত্তিহীন। জিনেদিন জিদান কী করতে চলেছেন, তা আমার থেকে ভালো আর কেউ জানে না। এটুকু বলতে পারি, পিএসজির মালিকের সঙ্গে এখনও সরাসরি কোনওন কথা হয়নি আমাদের।’