World Cup History: পেলের দুরন্ত পারফরম্যান্সে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়, জেনে নিন ইতিহাস

Football World Cup: ১৯৫৮ সালে প্রথম বার বিশ্বকাপ জেতে ব্রাজিলে। মাত্র ১৭ বছর বয়সে সেই বিশ্বকাপে আবির্ভাব ঘটেছিল পেলের।

World Cup History: পেলের দুরন্ত পারফরম্যান্সে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়, জেনে নিন ইতিহাস
১৯৫৮ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দল

| Edited By: অংশুমান গোস্বামী

Oct 30, 2022 | 11:53 PM

১৯৫৮ সালে প্রথম বার বিশ্বকাপ জেতে ব্রাজিলে। সুইডেনে বসেছিল সেই বিশ্বকাপের আসর। সুইডেনকে হারিয়েই সে বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পেলের ব্রাজিল। মোট ১৬টি দল অংশ নিয়েছিল সেই বিশ্বকাপে। মোট ৩৫টি ম্যাচে ১২৬টি গোল হয়েছিল। মাত্র ১৭ বছর বয়সে সেই বিশ্বকাপে আবির্ভাব ঘটেছিল পেলের। প্রথম বিশ্বকাপেই গোল করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। TV9 Banglaয় দেখুন সেই বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা।

১৯৫৮ বিশ্বকাপের শুরুই হয়েছিল চমক দিয়ে। চারটি ব্রিটিশ নেশন অংশ নিয়েছিল তাতে। কিন্তু উরুগুয়ে এবং ইটালি যোগ্যতা অর্জন করতে পারেনি সেই বিশ্বকাপ খেলার। কিন্তু দুই দেশই ছিল সে সময়ের বিশ্বচ্যাম্পিয়ন। পাশাপাশি আর্জেন্টিনার কাছে সেই বিশ্বকাপ ছিল দুঃস্বপ্নের মতো। বিশ্রি ভাবে হেরে সমর্থকদের রোষের মুখে পড়েছিল তারা। গ্রুপ পর্যায়ের প্রথম দুম্যাচে দশ গোল হজম করতে হয়েছিল লাতিন আমেরিকার এই দেশকে। আর্জেন্টিনার ফুটবলাররা দেশে ফিরতেই বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা।

তবে পেলে সেই বিশ্বকাপে দেখিয়েছিলেন নিজের ম্যাজিক। সেটিই ছিল পেলের প্রথম বিশ্বকাপ। তাঁর বয়স তখন মাত্র ১৭ বছর। সেই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামানো হয়নি তাঁকে। কিন্তু শেষ চারটি ম্যাচ খেলতে নেমে ৬টি গোল করেছিলেন। কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিরুদ্ধে জয়সূচক গোল করছিলেন পেলে। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করে গোটা বিশ্বের নজর কাড়েন তিনি। ফাইনালে সুইডেনের বিরুদ্ধও দুটি গোল করেছিলেন পেলে।

সুইডেনের স্টকলহমের রাসুন্দা স্টেডিয়ামে হয়েছিল ওই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে দর্শক উপস্থিত ছিল প্রায় ৫০ হাজার। এই প্রথম বার ৫০ হাজারের দর্শকের সামনে হয়েছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সে বারের ফাইনাল ম্যাচে গোল হয়েছিল সাতটি। ফাইনাল ম্যাচে গোলের নিরিখে তা এক রেকর্ড। ওই বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টাইন। মোট ১৩টি গোল করেছিলেন তিনি। একটি বিশ্বকাপে সবথেকে বেশি গোল করার রের্কড ওই বিশ্বকাপে করেছিলেন তিনি।