বড় জয় ডাচদের, মাল্টাকে ওড়াল ক্রোয়েশিয়া

Mar 31, 2021 | 1:56 PM

বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বের খেলা। মাথায় যেমন বিশ্বকাপ থাকছে তেমনই থাকছে আসন্ন ইউরো কাপ। আন্তর্জাতিক পর্বের এই ম্যাচগুলি থেকেই ইউরো কাপের দল গোছানোর কাজটাও সমান তালে চলছে দলগুলির।

বড় জয় ডাচদের, মাল্টাকে ওড়াল ক্রোয়েশিয়া
বড় জয় ডাচদের, মাল্টাকে ওড়াল ক্রোয়েশিয়া

Follow Us

মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জিব্রালটারকে ০-৭ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস (Netherlands)। ডাচদের বড় জয়ের পাশাপাশি বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে দাপুটে জয় তুলে নিল ক্রোয়েশিয়াও।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বের খেলা। মাথায় যেমন বিশ্বকাপ থাকছে তেমনই থাকছে আসন্ন ইউরো কাপ। আন্তর্জাতিক পর্বের এই ম্যাচগুলি থেকেই ইউরো কাপের দল গোছানোর কাজটাও সমান তালে চলছে দলগুলির। আর সেই লক্ষ্য অনেকটাই এগিয়ে বিশ্ব ফুটবলের অরেঞ্জ আর্মি।

প্রথমার্ধে বার্গঘুইসের গোলে এগিয়ে ছিল ডাচরা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিট থেকে ৬৪ মিনিট, ৯ মিনিটে চার গোল করে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় নেদারল্যান্ডস। ৫৫ মিনিটে গোলের প্রদর্শনী শুরু করলেন ডে জং এরপর ৬১ মিনিটে ডিপে, ৬২ মিনিটে জর্জিনো ও ৬৪ মিনিটে মালেন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করলেন ডিপে। ৮৫ মিনিটে জিব্রালটারের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন ডনি ভ্যান ডেবিক। বড় ব্যবধানে ম্যাচ জিতলেও তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগের দুই নম্বরে নেদারল্যান্ডস।

ঘরের মাঠে মাল্টাকে ৩-০ গোলে হারাল ক্রোটরা। খেলার প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৬২ মিনিটে পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া (Croatia)। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন লুকা মদরিচ। ৯০ মিনিটে ম্যাচের শেষ গোল ব্রেকালোর।

Next Article