Bangla NewsSportsFootball World cup qualifiers cristiano ronaldo scored a goal in portugal vs luxembourg
পর্তুগালের জয়, রোনাল্ডোর নয়া রেকর্ড
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের (World Cup Qualifiers) ম্যাচে লুক্সেমবার্গকে (Luxembourg) ৩-১ হারাল পর্তুগাল (Portugal)। দলের জয়ের পাশাপাশি অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এ দিনের ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়লেন। জাতীয় দলের জার্সিতে ২০০৪ সাল থেকে প্রতিবছর একটা করে হলেও গোল করেছেন সিআর সেভেন। এর আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে গোল বাতিলের ক্ষোভে মাঠেই অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলে দেন রোনাল্ডো। সে দিন গোল বাতিল না হলে, জাতীয় দলের হয়ে ২০২১ সালের প্রথম গোল হয়ে যেত পর্তুগিজ তারকার।