পর্তুগালের জয়, রোনাল্ডোর নয়া রেকর্ড

Mar 31, 2021 | 2:07 PM

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের (World Cup Qualifiers) ম্যাচে লুক্সেমবার্গকে (Luxembourg) ৩-১ হারাল পর্তুগাল (Portugal)। দলের জয়ের পাশাপাশি অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এ দিনের ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়লেন। জাতীয় দলের জার্সিতে ২০০৪ সাল থেকে প্রতিবছর একটা করে হলেও গোল করেছেন সিআর সেভেন। এর আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে গোল বাতিলের ক্ষোভে মাঠেই অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলে দেন রোনাল্ডো। সে দিন গোল বাতিল না হলে, জাতীয় দলের হয়ে ২০২১ সালের প্রথম গোল হয়ে যেত পর্তুগিজ তারকার।

1 / 5
৩০ মিনিটে লুক্সেমবার্গকে এগিয়ে দেন রদ্রিগেজ।

৩০ মিনিটে লুক্সেমবার্গকে এগিয়ে দেন রদ্রিগেজ।

2 / 5
৪৭ মিনিটে পর্তুগালের হয়ে সমতা ফেরান দিয়োগো জোতা।

৪৭ মিনিটে পর্তুগালের হয়ে সমতা ফেরান দিয়োগো জোতা।

3 / 5
ম্যাচের ৫০ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো।

ম্যাচের ৫০ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো।

4 / 5
জাতীয় দলের হয়ে এই নিয়ে রোনাল্ডো মোট ১০৩টি গোল করলেন।

জাতীয় দলের হয়ে এই নিয়ে রোনাল্ডো মোট ১০৩টি গোল করলেন।

5 / 5
৮০ মিনিটে জোয়াও পালহিনহা পর্তুগালের হয়ে গোল ব্যবধান বাড়ান। (সৌজন্যে-টুইটার)

৮০ মিনিটে জোয়াও পালহিনহা পর্তুগালের হয়ে গোল ব্যবধান বাড়ান। (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery