পর্তুগালকে জয় এনে দিল রোনাল্ডোর গোল

প্রাক বিশ্বকাপের (World Cup Qualifiers) অন্য দুটো ম্যাচের মতো এই ম্যাচেরও আকর্ষণের কেন্দ্রে ছিলেন সিআর সেভেনই।

পর্তুগালকে জয় এনে দিল রোনাল্ডোর গোল
পর্তুগালকে জয় এনে দিল রোনাল্ডোর গোল (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 2:14 PM

লিসবন: প্রথম ম্যাচে গোল পাননি। দ্বিতীয় ম্যাচে গোল করলেও তা বাতিল করেছিলেন রেফারি। যা বিতর্কও কম ছিল না। সে সব ভুলিয়ে গোলে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রাক বিশ্বকাপের ম্যাচে (World Cup Qualifiers) লুক্সেমবার্গের (Luxembourg) বিরুদ্ধে ৩-১ জিতল পর্তুগাল (Portugal)।

প্রথমার্ধের ৩০ মিনিটে গার্সন রড্রিগেজের গোলে এগিয়ে গিয়েছিল লুক্সেমবার্গ। প্রথমার্ধের ইনজুরি টাইমে ১-১ করেন গিয়োগো জোতা। বিরতির পরই পর্তুগালকে ২-১ এগিয়ে দেন রোনাল্ডো। ৮০ মিনিটে জোয়াও পালহিনহার গোলে ৩-১।

আরও পড়ুন: বড় জয় ডাচদের, মাল্টাকে ওড়াল ক্রোয়েশিয়া

প্রাক বিশ্বকাপের অন্য দুটো ম্যাচের মতো এই ম্যাচেরও আকর্ষণের কেন্দ্রে ছিলেন সিআর সেভেনই। ইরানের আলি দায়ির সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড (১০৭) থেকে সামান্য দূরে দাঁড়িয়ে আছেন রোনাল্ডো। এই ম্যাচে গোল করার ফলে ১০৩ হয়ে গেল তাঁর। সেটা বাড়িয়ে ফেলতে পারতেন। হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ মিস করেন তিনি। তা না হলেও অবশ্য কিছুটা চাপ কমল রোনাল্ডোর। আগের ম্যাচে আর্মব্যান্ড ছুড়ে ফেলায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। এমনিতে জুভেন্তাসের (Juventus) হয়ে এই মরসুমটা ভালো যাচ্ছে না তাঁর। সে সব ভুলিয়ে আপাতত কিছুটা স্বস্তিতে সিআর সেভেন।

আরও পড়ুন: পর্তুগালের জয়, রোনাল্ডোর নয়া রেকর্ড

টিম জিতলেও নিজের টিমের সমালোচনা করেছেন কোচ সান্তোস। ‘আমরা প্রথমার্ধটা হেঁটে হেঁটে খেলেছি। প্লেয়ারদের বিরতিতে বলেছিলাম, আমরা কোয়ালিটি ম্যাচ খেলে জিততে পারিনি। জেতার তাগিদটা ফেরাতে হবে টিমে। আমরা যদি নিজেদের ফুটবল কোয়ালিটির উপর আস্থা রাখতে না পারি, যে কোনও প্রতিপক্ষ চাপে ফেলে দেবে। সেটা বোধহয় বুঝতে পেরেই ম্যাচে ফিরেছিলাম আমরা। দ্বিতীয়ার্ধে অবশ্য সেরাটা দিয়েছে প্লেয়াররা।’