Emiliano Martinez: ৪ জুলাই মিলন মেলায় এমিলিয়ানো মার্টিনেজ,  বিশ্বকাপজয়ীকে দেখতে কত গ্যাঁটের কড়ি খসবে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 22, 2023 | 4:29 PM

Emiliano Martinez at Milan Mela: এতদিন সকলেই জানতেন, মোহনবাগান ক্লাবে যাবেন ডিবু। এ বার ফুটবল ভক্তদের জন্য সুখবর। ৪ জুলাই মিলন মেলা প্রাঙ্গনে থাকছেন ডিবু। যে কেউ বিশ্বকাপজয়ী গোলকিপারকে সেখানে দেখতে যেতে পারবেন।

Emiliano Martinez: ৪ জুলাই মিলন মেলায় এমিলিয়ানো মার্টিনেজ,  বিশ্বকাপজয়ীকে দেখতে কত গ্যাঁটের কড়ি খসবে?
৪ জুলাই মিলন মেলায় এমিলিয়ানো মার্টিনেজ,  বিশ্বকাপজয়ীকে দেখতে কত গ্যাঁটের কড়ি খসবে?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তিলোত্তমা রাঙাতে আসছেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। চলতি বছরের ফেব্রুয়ারিতে TV9Bangla-য় আগেই প্রকাশিত হয়েছিল সব ঠিকঠাক থাকলে জুন মাসে কলকাতায় আসবেন লিওনেল মেসির সতীর্থ। এখন আর ভাবনাচিন্তা নয়। কলকাতায় (Kolkata) কবে পা রাখবেন ডিবু তা জানা গিয়েছে। ৪ জুলাই তিলোত্তমায় আসার কথা এমির। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় আসছেন এলএম টেনের সতীর্থ। এতদিন সকলেই জানতেন, মোহনবাগান ক্লাবে যাবেন ডিবু। এ বার ফুটবল ভক্তদের জন্য সুখবর। ৪ জুলাই মিলন মেলা প্রাঙ্গনে থাকছেন ডিবু। যে কেউ বিশ্বকাপজয়ী গোলকিপারকে সেখানে দেখতে যেতে পারবেন। কারণ, মিলন মেলা প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তারা। ৪ জুলাই কীভাবে দেখবেন ডিবুকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদেন।

আসলে মিলন মেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিবু। সেই অনুষ্ঠানটি দুপুর ১২.৩০ নাগাদ শুরু হওয়ার কথা। যাঁরা সেই অনুষ্ঠানে এমিকে সামনে থেকে দেখতে চান তাঁদের জন্য পেটিএমে রয়েছে বিশেষ টিকিটের ব্যবস্থা। এমির দর্শন পাওয়ার জন্য ১৯৯ টাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা অবধি বিভিন্ন ক্যাটেগরির টিকিট রয়েছে।

এমির দর্শন পাওয়ার জন্য কত খসবে গ্য়াঁটের কড়ি?

পেটিএম ইনসাইডারে মিলন মেলা প্রাঙ্গনে এমিকে দেখতে পাওয়ার জন্য ৬ ভাগে টিকিটের দাম ভাগ করা হয়েছে। এক ঝলকে দেখে নিন কোন বিভাগে কত টাকায় পাওয়া যাচ্ছে এমি দর্শনের টিকিট —

১) ব্রোঞ্জ সুপার লাইট – এই বিভাগে প্রতি টিকিটের দাম রাখা হয়েছে ১৯৯ টাকা। ওই অনুষ্ঠানে এটাই সর্বনিম্ন মূল্যের টিকিট।

২) ব্রোঞ্জ লাইট – এই বিভাগের প্রতি টিকিটের মূল্য ৪৯৯ টাকা।

৩) গোল্ড – এই বিভাগের প্রত্যেক টিকিটের মূল্য ৪০০০ টাকা। অনুষ্ঠান দেখার সুযোগ পাওয়ার পাশাপাশি এই টিকিট কাটলে লাঞ্চও পাবেন দর্শকরা। সঙ্গে থাকবে ডিবুর অটোগ্রাফ করা জার্সিও।

৪) সুপার গোল্ড – এই বিভাগে প্রতিটি টিকিটের মূল্য ২৫ হাজার টাকা। তাতে ছয় জনের এক টেবলে ৪ জনকে প্রবেশ করতে দেওয়া হবে। এখানে ডিবুর অটোগ্রাফ দেওয়া জার্সি পাবেন দর্শকরা। সঙ্গে থাকছে লাঞ্চ ও এমির সঙ্গে দেখা করার সুযোগ।

৫) প্ল্যাটিনাম লাইট – এই বিভাগের প্রতিটি টিকিটের দাম ৬০ হাজার টাকা। দু’জন দর্শক গ্র্যান্ড এন্টি করতে পারবেন। লাঞ্চ, ডিবুর সই করা জার্সির পাশাপাশি এই ক্যাটেগরির টিকিট কাটলে এমির সঙ্গে ছবি তোলারও সুযোগ থাকছে।

৬) প্ল্যাটিনাম – ডিবুর সঙ্গে দেখা করার জন্য সবচেয়ে বেশি দামি যে টিকিট সেটি হল প্ল্যাটিনাম বিভাগে। এখানে একটি টিকিটের মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা। এই বিভাগের যাঁরা টিকিট কাটবেন তাঁদের ডিবুর সই করা বিশেষ জার্সি দেওয়া হবে। সঙ্গে থাকছে লাঞ্চ। এবং এই টিকিট কাটলে মার্টিনেজের সঙ্গে সরাসরি সাক্ষাতের পর ছবি তোলার সুযোগ থাকবে।

Next Article