তিলোত্তমায় পা পড়েছে কিংবদন্তি ফুটবলারদের। কে নেই সেই তালিকায়! পেলে, মারাদোনা থেকে শুরু করে লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির জাতীয় দলে নেতৃত্বের অভিষেক হয়েছিল কলকাতাকেই। তবে বিশ্বকাপ জিতে কয়েক মাসের মধ্যেই কলকাতায় পা রাখেননি কেউ। এ বার সেই আক্ষেপও পূরণ হতে চলেছে। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ফুটবল অবশ্যই টিম গেম। আর্জেন্টিনাও টিম গেমেই চ্যাম্পিয়ন হয়েছে। তবে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের যে অনেক বড় ভূমিকা রয়েছে, সন্দেহ নেই। আলাদা করে বলতে হয় ফ্রান্সের বিরুদ্ধে সেই ফাইনালের কথা। পুরো ম্যাচ, বিশেষ করে টাইব্রেকারে তাঁর পারফরম্যান্স, অতুলনীয়। জিতেছেন গোল্ডেন গ্লাভসও। সেই এমি মার্টিনেজ এ বার কলকাতায়। কী পরিকল্পনা তাঁকে নিয়ে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সোমবার অর্থাৎ আগামী কালই শহরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ জয়ের ৭ মাসের মধ্যেই চ্যাম্পিয়ন দলের অন্যতম নায়ক কলকাতায়। প্রথমবার এমন ছবি দেখবে তিলোত্তমা। বিকেল ৪.৪০-এ বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। কলকাতায় ঠাসা সূচি রয়েছে মার্টিনেজের। সোমবার বিকেলেই কলকাতায় পৌঁছবেন মার্টিনেজ। জেটল্যাগ কাটাতে অনেকটাই সময় লাগবে। কিন্তু পরদিন অর্থাৎ মঙ্গলবার তাঁকে দেখার সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের কাছে।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মিলন মেলায় এক অনুষ্ঠানে যোগ দেবেন আর্জেন্টিনার এই ফুটবলার। সেদিন বিকেলেই যাবেন মোহনবাগানে। সবুজ মেরুন তাঁবুতে তাঁকে নিয়ে নানা পরিকল্পনা রয়েছে। মোহনবাগানে গ্যারি সোবার্স, মারাদোনা, পেলের নামাঙ্কিত নব নির্মিত গেট উদ্বোধন করবেন এমি মার্টিনেজ। সারা মাঠ প্রদক্ষিণ করবেন। ফুটবল প্রেমীরা তাঁকে অনেকটাই কাছ থেকে দেখার সুযোগ পাবে।
বুধবার শ্রীভূমি স্পোর্টিং, লেবুতলা পার্ক এবং রিষড়ায় যাওয়ার কথা রয়েছে এমি মার্টিনেজের। ব্যস্ত সূচির মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। এমি আসার আগে এবং পৌঁছনোর পরের যে উন্মাদনা, তাঁর রেশ হয়তো অনেক দিনই থাকবে তিলোত্তমায়। যদিও এমি থাকবেন না। সোমবার বিকেলে এসে, বৃহস্পতিবার কলকাতা ছাড়বেন মার্টিনেজ।