কোচ জাভিকে বার্তা বন্ধু মেসির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 08, 2021 | 9:41 PM

যে ভাবে অগণিত ভক্তের মাঝে কোচ হয়ে পা রাখলেন বার্সায়, জাভিকে নিয়ে প্রত্যাশার মাত্রা যে প্রথম দিন থেকেই বাড়তে শুরু করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

কোচ জাভিকে বার্তা বন্ধু মেসির
কোচ জাভিকে বার্তা বন্ধু মেসির (ছবি-টুইটার)

Follow Us

বার্সেলোনা: সেই আগের মতো আর্তি। সেই আগের মতোই চিৎকার। শুধু ভূমিকা পাল্টে গিয়েছে তাঁর। কিন্তু আগের মতোই সাফল্য পেতে যে তাঁর দিকেই তাকিয়ে থাকবে জনতা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সোমবার নৌ কাম্পে সেই ছবিই দেখা গেল। ১০ হাজার সমর্থকের উপস্থিতিতে জাভি হার্নান্ডেজ (Xavi Hernandez) কোচ হিসেবে আত্মপ্রকাশ করলেন। ২০২৪ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তিও করা হল। এ বার অপেক্ষা, আবার সাফল্যের সরণিতে ফেরার।

কিংবদন্তি জাভি কোচ হলেন বার্সেলোনার। আর এক সময়ের সতীর্থ লিও মেসি (Lionel Messi) তাঁকে ফোন করবেন না, হয় নাকি! জাভি বলেছেন, ‘মেসি তো বটেই, স্যামুয়েল এটো, রোনাল্ডিনহোরাও কোচ হওয়ার পর আমাকে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছে। মেসি তো আমার অনেক দিনের বন্ধু। ও আমাকে মেসেজে লিখেছে, গুড লাক। তবে, এই মুহূর্তে যে সব প্লেয়ার টিমে নেই, তাদের নিয়ে ভাবার জায়গায় নেই। ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। ভীষণ রোমাঞ্চকর লাগছে। আর্থিক ভাবে কিছুটা কঠিন জায়গায় আছি। আর তার প্রভাবে সেরা পরিস্থিতির মধ্যে নেই। কিন্তু এটাও মনে রাখতে হবে, এই ক্লাবটার নাম বার্সেলোনা। বিশ্বের অন্যতম সেরা টিম।’

যে ভাবে অগণিত ভক্তের মাঝে কোচ হয়ে পা রাখলেন বার্সায়, জাভিকে নিয়ে প্রত্যাশার মাত্রা যে প্রথম দিন থেকেই বাড়তে শুরু করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অনেকেই বার্সেলোনার প্রাক্তন কোচ ও প্লেয়ার পেপ গুয়ার্দিওলার সঙ্গে তুলনা করছেন তাঁর। জাভি বলেছেন, ‘যদি আমার সঙ্গে গুয়ার্দিওলার তুলনা করা হয়, আমি তো বলব ব্যাপারটা খুব পজিটিভ হতে পারে। ও বিশ্বের সেরা কোচ। বার্সার মতো ক্লাবে কোচিং করার চাপ আমি জানি। আমি বিশ্বের সেরা ক্লাবে পা রেখেছি। প্রত্যাশার চাপ থাকবে। সবাই মিলে কঠিন পরিশ্রম করতে হবে, যাতে ট্রফি জিততে পারি।’

Next Article