কলকাতা : ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা ৬০ মিলিয়নে পৌঁছনোর আনন্দে পোস্ট করেছিলেন সের্গিও ব়্যামোস (Sergio Ramos)। যা নিয়ে প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থকে উপহাস করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৬০০ মিলিয়নেরও বেশি ফলোয়ার-সহ ইনস্টাগ্রামে সর্বাধিক জনপ্রিয় মানুষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে তাঁর পরেই রয়েছেন লিওনেল মেসি। এবং তৃতীয় স্থানে বিরাট কোহলি। যাইহোক, ইনস্টাগ্রামে সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া ব্যক্তিত্ব হওয়ার গর্বে বোধহয় পা পড়ছে না রোনাল্ডোর। তাই আগুপিছু না ভেবে প্রাক্তন সতীর্থর ৬০ মিলিয়ন ফলোয়ার্সের ঘোষণার পোস্টে ব্যঙ্গাত্মক কমেন্ট করে বসলেন। ব়্যামোসও পাল্টা জবাব দিতে ছাড়েননি। কমেন্ট বক্সে কী কথা চালাচালি হল রোনাল্ডো ও ব়্যামোসের মধ্যে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports– এর এই প্রতিবেদনে।
৩৭ বছরের ব়্যামোস ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা ৬ কোটিতে পৌঁছানোর উদযাপনে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “আমরা ২০১৪ সালে পথচলা শুরু করেছিলাম। অসম্ভব বলে মনে হলেও আমরা এখন ৬০ মিলিয়নের শক্তিশালী পরিবার। এর উদযাপন করতে এবং আপনারা সবাই আমাকে যে ভালবাসা দেন তার কিছুটা ফিরিয়ে দিতে একটি দুর্দান্ত প্রতিযোগিতা নিয়ে এসেছি। ২০ জোড়া স্বাক্ষরিত মিজুনো বুটের একটি উপহার।”
ব়্যামোসের ফলোয়ার্স সংখ্যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দশগুণ কম। যা নিয়ে রোনাল্ডো তাঁর প্রাক্তন সতীর্থকে কটূক্তি করা থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না। আল নাসের তারকা লেখেন, “আমাকে ধরার জন্য আপনার আরও একটি শূন্য প্রয়োজন!” তারপর একটি ক্রাই-লাফিং ইমোজি দিয়েছেন। রোনাল্ডোর মন্তব্যের জবাবে ব়্যামোস লিখেছেন, “ক্রিস খুব বেশি আত্মবিশ্বাসী হবেন না। আমি প্রত্যাবর্তন বিশেষজ্ঞ… ৯৩ মিনিট এবং আরও। যাইহোক, এখানে অংশগ্রহণ করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাকে # ব্যবহার করতে হবে।”