করোনা আক্রান্ত জিদান, চাপে রিয়াল মাদ্রিদ

Jan 22, 2021 | 6:18 PM

শুক্রবার রিয়াল মাদ্রিদের তরফে এই খবর জানানো হয়েছে।

করোনা আক্রান্ত জিদান, চাপে রিয়াল মাদ্রিদ
করোনা আক্রান্ত জিদান। (সৌজন্যে-টুইটার)

Follow Us

মাদ্রিদ: স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ও প্রাক্তন ফুটবলার জিনেদিন জিদান (Zinedine Zidane) করোনা (COVID-19) আক্রান্ত। শুক্রবার রিয়াল মাদ্রিদের তরফে এই খবর জানানো হয়েছে। জিদানের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে সেই বিবৃতিতে কিছু জানানো হয়নি।

 

 

কোপা দেল রে-তে তৃতীয় ডিভিশন ক্লাবের কাছে হারতে হয়েছে জিদানের দলকে। শনিবার লা লিগায় আলাভেসের বিরুদ্ধে ম্যাচ রিয়াল মাদ্রিদের। তার আগে জিদানের করোনা রিপোর্ট পজিটিভ। রিয়াল কোচকে এবার আইসোলেশনে থাকতে হবে। তাই আগামী কয়েক দিন কোচ ছাড়াই ম্যাচ ও অনুশীলনে রিয়াল। পাশাপাশি হেড কোচের সংস্পর্শে আসা ফুটবলার ও সাপোর্ট স্টাফদের নিয়ে কী সিদ্ধান্ত হয় সেটাও দেখার।

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েক দিন থেকেই করোনার প্রকোপ চলছে। সদ্য ম্যাঞ্চেস্টার সিটির তারকা অ্যাগুয়েরো করোনা সংক্রমিত হয়েছেন। প্রিমিয়ার লিগে বাতিল হয়েছে একাধিক ম্যাচ। এবার করোনার ছোবল লা লিগাতেও।

Next Article