AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রিয়াল ছাড়ার গুজব ওড়ালেন জিদান

জিদানকে (Zinedine Zidane) নিয়ে শনিবার তোলপাড় ছিল স্প্যানিশ মিডিয়ার খবরে।

রিয়াল ছাড়ার গুজব ওড়ালেন জিদান
সৌজন্যে-টুইটার
| Updated on: May 17, 2021 | 12:28 PM
Share

মাদ্রিদ: তিনি নাকি ক’দিন আগেই প্লেয়ারদের বলে দিয়েছেন, মরসুম শেষ হলেই ছেড়ে দেবেন রিয়াল মাদ্রিদ (Real Madrid)। জিদানকে (Zinedine Zidane) নিয়ে শনিবার তোলপাড় ছিল স্প্যানিশ মিডিয়ার খবরে। রবিবার আতলেতিকো বিলবাওকে (Athletic Bilbao) ১-০ হারানোর পর জিদান গুজব উড়িয়ে দিয়েছেন। প্রেস মিটে সাংবাদিকদের বলেছেন, ‘আমার টিম এখন লা লিগা খেতাবের জন্য লড়াই করছে। এই পরিস্থিতিতে আমি কী করে বলব আমার প্লেয়ারদের যে, ক্লাব ছেড়ে দিচ্ছি। খেতাবের জন্য আমরা এখন সর্বস্ব দিতে মরিয়া। আর আপনাদের বলে রাখি, আমি ঠিকঠাক আছি এখানে।’

বিলবাওকে ১-০ হারিয়ে খেতাবের লড়াইয়ে প্রবল ভাবে আছে রিয়াল। ৬৮ মিনিটে নাচোর গোলে এসেছে জয়। শেষ ম্যাচে অবশ্য দিয়েগো সিমিয়নের টিম পয়েন্ট নষ্ট না করলে খেতাব জেতা সম্ভব নয়। জিদান অবশ্য আশা হারাচ্ছেন না। রিয়ালকে পর পর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) দেওয়া কোচের ফোকাস এখন শুধুই লা লিগা। জিদানের কথায়, ‘ক্লাবের বাইরের লোকজন যা ইচ্ছে বলতে পারে। কিন্তু আমি আমার প্লেয়ারদের এইরকম কোনও কথা কখনওই বলিনি।’ আগামী রবিবার লা লিগা খেতাবের নিষ্পত্তি হবে। ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচের আগে জিদান নিজের টিমকে ফোকাসড রাখতে চান। রিয়াল কোচ পরিষ্কার বলেছেন, ‘মরসুম শেষ হলে কী হবে, তখন দেখা যাবে। কিন্তু এখন আমার আর টিমের একটাই ফোকাস, রবিবারের ম্যাচ। ওই ম্যাচটাই ফাইনাল ধরে এগোচ্ছি। আর তাই এই মুহূর্তে আমরা কেউই নিজেদের ভবিষ্যত্‍ নিয়ে কথা বলার মতো জায়গায় নেই। তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হল রবিবারের ম্যাচ।’

আরও পড়ুন: আমি, রাফা, রজার পরবর্তী প্রজন্মের তারকাও: জোকার