আমি, রাফা, রজার পরবর্তী প্রজন্মের তারকাও: জোকার
টেনিসের (Tennis) সেরা তিন তারকা এখনও দাপিয়ে বেড়াচ্ছেন কোর্ট। পরবর্তী প্রজন্মের নতুন মুখরা সে ভাবে ছাপই ফেলতে পারছেন না। ফিটনেস, তাগিদ, ট্রফি জেতার খিদের কাছে যেন মলিন নতুন প্রজন্ম।
রোম: বিশ্ব টেনিসের পরবর্তী প্রজন্ম কাদের বলা যায়? নোভাক জকোভিচই (Novak Djokovic) তুলে ধরেছেন তাঁদের! তাঁরা কারা? জোকারের কথা ধরলে, তিনি, রজার ফেডেরার (Roger Federer) আর রাফায়েল নাদাল (Rafael Nadal) পরবর্তী প্রজন্মেরও তারকা।
দুই তারকার কেরিয়ারের ৫৭তম বার নেমেছিলেন একে অপরের বিরুদ্ধে। ইতালিয়ান ওপেনে নাদালের কাছে হেরে গিয়েছেন জোকার। রাফা এ নিয়ে ১০বার চ্যাম্পিয়ন হলেন ইতালিয়ান ওপেনে। ট্রফি না পেলেও জোকার কিন্তু বলে দিয়েছেন, ‘পরবর্তী প্রজন্মের তারকা কারা? আমি, ফেডেরার, নাদাল পরবর্তী প্রজন্মেও সমান প্রাসঙ্গিক। বলা যেতে পারে, আমরাই পরবর্তী প্রজন্ম।’
No one has ever won so many times in Rome… Except for RAFA! ? 2005? 2006? 2007? 2009? 2010? 2012? 2013? 2018? 2019? 2021?#IBI21 #Nadal @atptour pic.twitter.com/IB9qgaYnrP
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 16, 2021
টেনিসের সেরা তিন তারকা এখনও দাপিয়ে বেড়াচ্ছেন কোর্ট। পরবর্তী প্রজন্মের নতুন মুখরা সে ভাবে ছাপই ফেলতে পারছেন না। ফিটনেস, তাগিদ, ট্রফি জেতার খিদের কাছে যেন মলিন নতুন প্রজন্ম। প্রায় তিন ঘণ্টার উপভোগ্য ম্যাচে নাদাল ৭-৫, ১-৬, ৬-৩ জিতেছেন জোকারের বিরুদ্ধে। ফরাসি ওপেনের আগে এই ফাইনাল দুই প্রতিদ্বন্দ্বীকেই দারুণ ভাবে আত্মবিশ্বাস দেবে। ৩৪ বছরের নাদাল আজও তাঁর বিখ্যাত ফোরহ্যান্ডে মাতিয়ে যাচ্ছেন। চোট সারিয়ে দারুণ ফিটও তিনি। ৩৩ বছরের জোকারও প্রথম সেটে পিছিয়ে পড়ে ভাবে ফিরে এসেছিলেন। এক তরফা খেলে ৬-১ জিতেছিলেন সেটটা। তার পর আবার নাদাল ক্যারিশমা।
জোকার বলছেন, ‘পরবর্তী প্রজন্ম উঠে আসছে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তারা নিজেদের মেলেও ধরছে। কিন্তু আমরা তিন জন এখনও নিজেদের সেরাটা দিতে পারছি। ম্যাচ জিতছি, গ্র্যান্ড স্লাম জিতছি। আমার তো মনে হয় দর্শকরাও আমাদের খেলা দেখে উপভোগ করছেন।’
আরও পড়ুন: গোলকিপার আলিসনের গোলে ভেসে রইল লিভারপুল