অনুমতি ছাড়া মেসি ইভেন্টে রেফারিং, বিরাট শাস্তি আইএফএ-র

তাই চার রেফারি ও এক ম্যাচ কমিশনারকে কঠোর শাস্তি দিল আইএফএ। ম্যাচের প্রধান রেফারি রোহন দাশগুপ্তকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। তিন সহকারী রেফারি দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্করকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীকেও ৬ মাসের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে। এই সাসপেনশনের খবর সর্বভারতীয় ফুটবল সংস্থাকেও ই-মেল করে জানিয়ে দিয়েছে আইএফএ।

অনুমতি ছাড়া মেসি ইভেন্টে রেফারিং, বিরাট শাস্তি আইএফএ-র

| Edited By: আকাশ মিশ্র

Jan 22, 2026 | 1:55 PM

কলকাতা: কলকাতায় মেসি কাণ্ডের রেশ এখনও কাটেনি। গত বছর ডিসেম্বর মাসের ১৩ তারিখ কলকাতায় এসেছিলেন আর্জেন্টেনিয়ান ফুটবলার লিও মেসি। এই ইভেন্ট চরম বিতর্কে বদলে যায়। বহু সেলিব্রেটি মাঠে ঢুকে যাওয়ায় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয় গ্যালারির দর্শক। এই বিশৃঙ্খলার জেরে মাঠে ছেড়ে বেরিয়ে যান মেসি। মহাতারকার ভারত সফরের আয়োজক শতদ্রু দত্ত গ্রেপ্তার হন এই কেলেঙ্কারির জন্য। তাঁকে ৩৬ দিন পুলিশের হেফাজতে রাখা হয়। ৩৭ দিনের মাথায় তিনি ১০ হাজার টাকার ব্যক্তিগত জামিনে আপাতত জেল-মুক্তি হয়েছে। বিতর্কে যে থামেনি, তা আরও একবার বোঝা গেল।

মেসির ওই ইভেন্টে একি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার এফসি অলস্টার। ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন চার রেফারি। ওই চার রেফারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য ফুটবল সংস্থার। আইএফএ এই ইভেন্টের ব্যাপারে আগাম কিছু জানানো হয়নি। তাই চার রেফারি ও এক ম্যাচ কমিশনারকে কঠোর শাস্তি দিল আইএফএ। ম্যাচের প্রধান রেফারি রোহন দাশগুপ্তকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। তিন সহকারী রেফারি দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্করকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীকেও ৬ মাসের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে। এই সাসপেনশনের খবর সর্বভারতীয় ফুটবল সংস্থাকেও ই-মেল করে জানিয়ে দিয়েছে আইএফএ।

মেসি কাণ্ড নিয়ে বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসে রাজ্য ফুটবল সংস্থা। তখন জানা যায়, আইএফএ-র অনুমতি না নিয়েই ম্যাচ খেলাতে গিয়েছিলেন ৪ রেফারি ও এক ম্যাচ কমিশনার। তদন্তে নেমে এই পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণিত হয়েছে। তদন্তে নেমে আরও একটি গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে। রেফারিদের সঙ্গে যোগাযোগ করেন শতদ্রু-ঘনিষ্ঠ প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্ত। আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাণ্ডে সুপ্রিয়র ভূমিকাও খতিয়ে দেখা হবে। তাঁকেও খুব শিরগিরই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। দোষী সাবস্ত হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

পাঁচ রেফারিকে কড়া শাস্তি দেওয়ায় ফুটবল মহলে এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের মতে, আইএফএ এই পদক্ষেপের মধ্যে দিয়ে রাজ্য শৃঙ্খলা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ বার্তা দিল। আবার কেউ কেউ মনে করছেন, আরও তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।