AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিরাটের চার নম্বরে রাহানে আসুক: গম্ভীর

অ্যাডিলেডে ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর ব্যাপক চাপে টিম ম্যানেজমেন্ট। যে কারণে বক্সিং ডে টেস্টে বেশ কিছু বদল হবে ভারতীয় দলের একাদশে।

বিরাটের চার নম্বরে রাহানে আসুক: গম্ভীর
অজিঙ্কে রাহানের দিকে তোপ গৌতম গম্ভীরের। সৌ: টুইটার
| Updated on: Dec 23, 2020 | 5:53 PM
Share

TV9 বাংলা ডিজিটাল – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত পাঁচ বোলারই খেলাক। আর বিরাট কোহলি (Virat Kohli) যেখানে ব্যাট করতে আসেন, সেই চার নম্বরেই ব্যাট করুন অজিঙ্ক রাহানে (Rahane)। এমনই চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

অ্যাডিলেডে ভারত ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর ব্যাপক চাপে রয়েছে টিম ম্যানেজমেন্ট। যে কারণে বক্সিং ডে টেস্টে বেশ কিছু বদল আসতে চলেছে ভারতীয় টিমের একাদশে। পৃথ্বী শ, মনুমা বিহারী, ঋদ্ধিমান সাহাদের বাদ দেওয়ার পক্ষে রায় দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারই মধ্যে গম্ভীর বলেছেন, ‘রাহানেকে আমি চার নম্বরে দেখতে চাই। ওর পাঁচ নম্বরে ব্যাট করা উচিত নয়, কারণ, ক্যাপ্টেনের সব সময় সামনে নেতৃত্ব দেওয়া উচিত। আর তাই চারে দেখতে চাই রাহানেকে।’

আরও পড়ুন – রাহানের ক্যাপ্টেন্সিতে বিরাট ছাপ দেখছেন ইশান্ত

একই সঙ্গে লোকেশ রাহুল, শুভমন গিল, ঋষভ পন্থদেরও টিমে চাইছেন গম্ভীর। দু’বারের বিশ্বকাপজয়ী টিমের সদস্য গম্ভীরের যুক্তি, ‘রাহুল পাঁচে খেলুক। পন্থকে ছয়ে ব্যাট করানো হোক। জাডেজা আর অশ্বিনের সাত ও আটে ব্যাট করুক। তার পর আসুক পেসাররা।’

পৃথ্বী শ-কে প্রথম টেস্টে দেখতে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু অ্যাডিলেডে খারাপ পারফরম্যান্স করার পর তাঁর বদলিই চাইছেন। গম্ভীরের কথায়, ‘আমিও চেয়েছিলাম, পৃথ্বীকে প্রথম টেস্টে খেলানো হোক। কারণ, ওর শুরুটা খুব ভালো হয়েছিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ কঠিন সফরটাতে একটা হাফ সেঞ্চুরিও ছিল। কিন্তু ও যে ভাবে খেলেছে, তাতে ও ফর্মে নেই। যে প্লেয়ারের আত্মবিশ্বাস তলানিতে, তাকে খেলানো ঠিক হবে না। ওর বদলে শুভমনকে খেলানো হোক। মায়াঙ্কের সঙ্গে ওই ওপেন করুক। তিনে আসুক পূজারা।’