India vs South Africa: ইডেনে পিচ দেখলেন গম্ভীর, কেমন হবে বাইশ গজ?

শহরে এসে গিয়েছে ভারত আর দক্ষিণ আফ্রিকার দুই দলের ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে ক্রিকেটের নন্দনকাননে শুরু অনুশীলন। ৬০ টাকার টিকিটের চাহিদা তুঙ্গে। সিএবি সূত্রের খবর, ইতিমধ্যেই ৩৪ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সর্বনিম্ন দামের টিকিট এই মুহূর্তে নেই। মহমেডান স্পোর্টিং গ্রাউন্ডে দেখা গেল টিকিট ঘিরে বিপুল চাহিদা।

India vs South Africa: ইডেনে পিচ দেখলেন গম্ভীর, কেমন হবে বাইশ গজ?

| Edited By: Purvi Ghosh

Nov 10, 2025 | 10:07 PM

কলকাতা: ৬ বছর পর ইডেনে টেস্ট ম্যাচ। ২০১৯ সালে শেষ বার ইডেনে পিঙ্ক বল টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ভারত-বাংলাদেশ ঐতিহাসিক দিন রাতের টেস্টের পর আর কোনও আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এতদিনে আয়োজিত হয়নি ক্রিকেটের নন্দনকাননে। শহরে এখন হালকা শীতের আমেজ। শুক্রবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে শুভমন গিলদের লড়াই দেখতে উন্মুখ ক্রিকেটপাগল জনতা। টেস্টে সর্বনিম্ন ডে টিকিটের দাম রাখা হয়েছে ৬০ টাকা। অনলাইনে ছাড়ার পরই তা মুহূর্তে শেষ।

শহরে এসে গিয়েছে ভারত আর দক্ষিণ আফ্রিকার দুই দলের ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে ক্রিকেটের নন্দনকাননে শুরু অনুশীলন। ৬০ টাকার টিকিটের চাহিদা তুঙ্গে। সিএবি সূত্রের খবর, ইতিমধ্যেই ৩৪ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সর্বনিম্ন দামের টিকিট এই মুহূর্তে নেই। মহমেডান স্পোর্টিং গ্রাউন্ডে দেখা গেল টিকিট ঘিরে বিপুল চাহিদা।

রবিবার রাতেই শহরে চলে আসেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিলরা। সোমবার ইডেনে এসে পিচ দেখে যান কোচ গৌতম গম্ভীর। ইডেনের উইকেট কেমন হবে তা নিয়ে আগ্রহ তুঙ্গে। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলছেন, ‘ইডেনে স্পোর্টিং উইকেটই হবে। উপভোগ্য টেস্ট ম্যাচ দেখবেন দর্শকরা। তৃতীয় দিন থেকে বল ঘোরা শুরু করবে।’

তিন স্পিনার নিয়ে ভারতে খেলতে এসেছে দঃ আফ্রিকা। কেশব মহারাজ, সিমন হার্মার, সেনুরান মুথুস্বামী। সঙ্গে পার্ট টাইম স্পিনার এইডেন মার্করাম। অন্যদিকে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল চার স্পিনার আছে ভারতীয় দলে। পেস আক্রমণে বুমরার সঙ্গে আছেন মহম্মদ সিরাজ, আকাশদীপ। ইংল্যান্ড সফরে সিরিজ ড্রয়ের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করে ভারত। চোট সারিয়ে টেস্ট দলে কামব্যাক করেছেন ঋষভ পন্থ। সব মিলিয়ে জমজমাট টেস্ট দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।