Rashid Khan: নিজের শহরেই চড়তে হয় বুলেটপ্রুফ গাড়ি! আফগানিস্তানের আসল ছবি তুলে ধরলেন রশিদ

Afghanistan: আফগানিস্তানের বিখ্যাত ক্রিকেটার রশিদ খান জানিয়েছেন, নিজের দেশের ভিতরে চলাফেরা করার সময় তাঁকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। কেভিন পিটারসেনের সঙ্গে এক পডকাস্টে খোলামেলা কথায় এমনই কথা বলেছেন। রশিদ আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন।

Rashid Khan: নিজের শহরেই চড়তে হয় বুলেটপ্রুফ গাড়ি! আফগানিস্তানের আসল ছবি তুলে ধরলেন রশিদ
রশিদ খান Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Dec 23, 2025 | 8:51 PM

কলকাতা: আফগানিস্তান কতটা নিরাপদ? তালিবান ক্ষমতায় আসার পর থেকে এই প্রশ্ন বারবার তুলেছে বহির্বিশ্ব। শরিয়তি আইনে হাঁসফাঁস করছে ওই দেশের জনতা। মেয়েদের শিক্ষা থেকে চাকরি, সব কিছুতেই নিষেধাজ্ঞা। এমনকি, আম জনতাও যে ভাল নেই, নানা সমীক্ষায় বারবার উঠে এসেছে। সেই আফগানিস্তানের ‘আসল’ ছবি উঠে আসছে। যা আর কেউ নন, তুলে ধরেছেন খোদ আফগান সুপারস্টার রশিদ খান। ক্রিকেট দুনিয়ায় রশিদ মহাতারকার মর্যাদা পান। আইপিএল থেকে বিগ ব্যাশ– সর্বত্রই খেলতে দেখা যায় তাঁকে। সেই রশিদ দেশের যে ছবি তুলে ধরেছেন, তাতে অবাক হচ্ছেন না কেউই।  

আফগানিস্তানের বিখ্যাত ক্রিকেটার রশিদ খান জানিয়েছেন, নিজের দেশের ভিতরে চলাফেরা করার সময় তাঁকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। কেভিন পিটারসেনের সঙ্গে এক পডকাস্টে খোলামেলা কথায় এমনই কথা বলেছেন। রশিদ আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন। সাক্ষাৎকারে রশিদ বলেন, আফগানিস্তানে তাঁর পক্ষে স্বাভাবিক চলাফেরা করা সম্ভব নয়। রশিদের কথা শুনে হতবাক হয়ে যান পিটারসেন। এত কড়া নিরাপত্তার প্রয়োজন কেন পড়ে? জানতে চান তিনি। রশিদ বলেন, ‘এটা আমায় নিরাপত্তার জন্য করতে হয়। কেউ আমাকে গুলি করবে, এমন নয়। কিন্তু ভুল জায়গায়, ভুল সময়ে পড়ে গেলে কী হতে পারে, বলা যায় না।’ 

রশিদ জানান, গাড়িটি বিশেষ ভাবে তাঁর জন্য বানানো হয়েছে। আফগানিস্তানে এমন গাড়ি কিন্তু অস্বাভাবিক নয়। অনেকেই এমন গাড়ি ব্যবহার করেন। তাঁর দেশের জীবনযাত্রার সঙ্গে বিদেশের জীবনের পার্থক্য রয়েছে। রশিদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সহ বিদেশের বিভিন্ন লিগে খেলেন। দুবাইয়ে রয়েছে তাঁর নিজের বাড়ি। বিশ্বজুড়ে খ্যাতি ও সাফল্য অর্জন সত্ত্বেও রশিদ নিজের শিকড়ের সঙ্গে যুক্ত। বিশ্বমঞ্চে উজ্জ্বল হলেও তিনি প্রতিটি ম্যাচে দেশকে জেতানোর স্বপ্ন নিয়ে মাঠে নামেন।