IFA Match: রোগ সারেনি! ম্যাচ গড়াপেটা নিয়ে বোম ফাটালেন দুই কর্তা, তুমুল অশান্তি IFAতে

Kolkata: ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় বিস্ফোরক অভিযোগ করলেন মহমেডান কর্তা বেলাল আহমেদ। তাঁর অভিযোগ, ২ বছর আগে কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত ছিল তাঁর দলেরই ফুফুটবলাররা। অথচ সব জেনেও এতদিন চুপ ছিলেন কর্তারা।

IFA Match: রোগ সারেনি! ম্যাচ গড়াপেটা নিয়ে বোম ফাটালেন দুই কর্তা, তুমুল অশান্তি IFAতে
তুমুল ঝামেলাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2026 | 11:28 PM

কলকাতা: ম্যাচ ফিক্সিংকে কেন্দ্র করে প্রকাশ্যে আইএফএ-র অন্তর্দ্বন্দ্ব। কলকাতা লিগে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবল কর্তাসহ ফুটবলারদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অভিযোগ,তারপরও কমছে না ফুটবলে গড়াপেটার ঘটনা। আইএফএ-র ভূমিকায় অসন্তুষ্ট খোদ আইএফএ-র দুই পদাধিকারী স্বরূপ বিশ্বাস,সৌরভ পাল। প্রতিবাদে সরব দুই কর্তা।

সহ সভাপতি আইএফএ স্বরূপ বিশ্বাস বলেন, “আমরা যাঁরা মাটে ফুটবল খেলি আমরা জানি বেশির ভাগ ক্লাবের কোনও স্পনশারশিপ নেই। আমরা সকলে নিজের পকেটের টাকা খরচা করে ক্লাব চালাই। আমাদের কষ্ট দুঃখ বেদনার বহিঃপ্রকাশ হয়েছে আজ। ফিক্সিং এখন বাংলার ফুটবলে ছেয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের ফুটবলের উন্নতি হোক। তার জন্য সবার কাছে আমাদের আহ্বান ফিক্সিংয়ের বিরুদ্ধে লড়তে হবে। সেটা যে গেঞ্জি পরেই ফিক্সিং করুক না কেন, আমাদের ধরতে হবে। পুলিশকে সাহায্য করতে হবে। এই ধরনের মানুষদের ময়দান ছাড়া করতে হবে। বাংলার ফুটবলকে কলুষিত করা থেকে আটকাতে হবে আমাদের।”

ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় বিস্ফোরক অভিযোগ করলেন মহমেডান কর্তা বেলাল আহমেদ। তাঁর অভিযোগ, ২ বছর আগে কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত ছিল তাঁর দলেরই ফুফুটবলাররা। অথচ সব জেনেও এতদিন চুপ ছিলেন কর্তারা।

বেলাল আহমেদ বলেন, “আমার টিম সুপার সিক্সে গিয়েছিল নৈহাটিতে খেলা ছিল। আমার সঙ্গে কয়েকজন ঘুরছিল। ওরা বলছিল, বিলালদা তোমরা তো সুপার সিক্সে চলে গেছ। আমাদের ম্যাচটা ছেড়ে দাও। আমি বলেছিলাম, কী উল্টোপাল্টা বলছ? তারপরও ওরা জোর করছিল, আমি বলেছিলাম, তোমরা এই সব বলো না। চলে যাওয় এখান থেকে। এরপর ওরা চলে গেল। যদিও ম্যাচটা হয়নি সেদিন। এরপর একদিন ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল। সেটায় আমরা হেরে গেলাম। সেই সময় আমার মনে হল দুটো প্লেয়ার গটআপ হয়ে গেছে।।”